#বীরভূম: ডিজিটাল লেনদেন বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে প্রতারণার ঘটনা। সম্প্রতি বীরভূমের দুই ব্যক্তি প্রতারণার শিকার হন। এই ঘটনার তদন্তে নেমে বীরভূম সাইবার সেল বড়োসড়ো সাফল্য পেল। প্রতারিত হওয়া সমস্ত টাকা উদ্ধারের পাশাপাশি তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। অভিযোগ, গ্রাহকদের গ্যাসের সাবসিডি পাইয়ে দেওয়ার নাম করে ওটিপি হাতিয়ে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয় প্রতারকরা। একজনের কাছে থেকে এক লক্ষ টাকা এবং অপরজনের থেকে ৫৩ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারকরা৷ (Bangla News)
অবশেষে পুলিশের পাতা জালে ধরা পড়ে প্রতারকরা৷ তাদের বুধবার সিউড়ি জেলা আদালতে পেশ করা হয়। ধৃতরা হলেন উমাচরণ গোপ, যাদব গোপ এবং রাকেশ সাহা। ধৃতদের মধ্যে দুজনের বাড়ি ঝাড়খন্ড ঘেঁষা মুড়াবেরিয়া এবং একজনের বাড়ি জামতারা বলে জানা যাচ্ছে আইনজীবী সূত্রে। ধৃতদের আইনজীবী জামিনের আবেদন করলেও বিচারক তা খারিজ করে দেন এবং ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
আরও পড়ুন: মলত্যাগ বন্ধ, ব্যথায় কাতর যুবক! পেটে অস্ত্রোপচারে যা বের হল তার ওজন ২৫ কেজি!
প্রতারকদের বাগে আনার জন্য বীরভূম সাইবার সেলের তরফ থেকে ব্লু প্রিন্ট তৈরি করা হয়। একই ধরনের দু'টি প্রতারণার ঘটনা সাইবার সেল তদন্তে নেমে জানতে পারে, প্রতারণার টাকা অন্য অ্যাকাউন্টে জমা করার পর সেই টাকা প্রতারকরা দুবরাজপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থেকে নগদ তুলে নিচ্ছে। এরপর পুলিশের তরফ থেকে সেখানে জাল বিছানো হয়। সাধারণ মানুষকে নজরদারি চালানোর পাশাপাশি নিজস্ব কর্মী নিয়োগ করা হয় সাদা পোশাকে।
আরও পড়ুন: ছোটবেলা নিষেধ ছিল, বলিউডের এমন অসাধারণ ছবিগুলি প্রাপ্তবয়স্ক হয়ে দেখেছেন?
মঙ্গলবার ধৃত ওই তিন যুবক যখন দুবরাজপুরের পাওয়ার হাউস মোড়ের একটিএটিএম থেকে টাকা তুলতে আসে তখন তাদের হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। এর পরই পুলিশকে খবর দেওয়া হয়৷ ঘটনাস্থলে পুলিশ আসলে প্রতারকদের তাদের হাতে তুলে দেওয়া হয়। আটক করা হয়েছে একটি নম্বর প্লেট বিহীন মোটরবাইক ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangla News, Online Fraud