হোম /খবর /দক্ষিণবঙ্গ /
Bangaon News: শিশুর নিদারুণ কষ্ট, হাঁড়ির মধ্যে আটকে গেল ১১ মাসের শিশুর মাথা

Bangaon News: শিশুর নিদারুণ কষ্ট, হাঁড়ির মধ্যে আটকে গেল ১১ মাসের শিশুর মাথা...

শিশুর পেটে ব্যথাকে আসলে কোনও রোগ বলা যায় না। বরং একাধিক উপসর্গের সমন্বয়। শিশুর জন্মের ২ থেকে ৪ সপ্তাহের মধ্যে এই সমস্যা শুরু হতে পারে। কেঁদেই শিশু এই সমস্যার জানান দেয়।

শিশুর পেটে ব্যথাকে আসলে কোনও রোগ বলা যায় না। বরং একাধিক উপসর্গের সমন্বয়। শিশুর জন্মের ২ থেকে ৪ সপ্তাহের মধ্যে এই সমস্যা শুরু হতে পারে। কেঁদেই শিশু এই সমস্যার জানান দেয়।

Bangaon News: ১১ মাসের বাচ্চার মাথায় আটকে গেল হাঁড়ি দীর্ঘক্ষণের প্রচেষ্টার পর অবশেষে মাথা থেকে হাড়ি বার করা হল বনগাঁ হাসপাতালে ।

  • Last Updated :
  • Share this:

#বনগাঁ: শিশু (Baby) মন বোঝেনা বারণ, খেলতে খেলতে হঠাৎ ১১ মাসের ছোট্ট দেবরাজের মাথায় হাড়ি আটকে যায়, ঘটনাটি ঘটেছে বনগাঁর (Bangaon) কালোপুর বিশ্বাস পাড়া এলাকায়৷ সেখানেই শিশুর মাথায় আটকে যায় একটি হাঁড়ি৷  বাড়ির লোক প্রথমে বুঝতে পারেননি, তারপর দেখেন বাচ্চার মাথায় আটকে আছে হাঁড়ি৷

বাড়িতে দীর্ঘক্ষন চেষ্টা করার পর বার করা যায়নি ওই হাঁড়িটি, তারপর বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার (Doctor) এবং ফায়ার ব্রিগেডের প্রচেষ্টায় অবশেষে হাঁড়িটি কেটে বের করা হয়েছে , সুস্থ আছে ছোট্ট দেবরাজ৷  এই ঘটনায়  তার মা অনিতা সরকার বলেন, ‘‘আমি তখন ঘরে ছিলাম না, ও খেলা করছিল, তারপরেই আমি ঘরে এসে দেখি ওর মাথায় হাঁড়িটি আটকে রয়েছে, বাড়িতে আমরা চেষ্টা করা সত্ত্বেও হাঁড়ি বার করতে পারিনি৷  তারপর আমরা বনগাঁ হাসপাতালে নিয়ে যাই, সেখানকার ডাক্তারবাবুর এবং ফায়ার ব্রিগেডের প্রচেষ্টায় দীর্ঘ এক ঘণ্টা পর অবশেষে হাঁড়ি কেটে বাচ্চাকে সুস্থ ভাবে বের করা হয়৷’’

আরও পড়ুন - Bangaon News: বিজেপি বিধায়কের বাড়ির সামনে জুতো ঝাঁটা নিয়ে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের

আরও পড়ুন - 100% Love: শুধু সচিনই নন, বয়সে অনেক বড় মেয়ের প্রেমে হাবুডুবু খেয়ে বিয়ে করেন ‘এই’ ক্রিকেটাররা

এ বিষয়ে বনগাঁ ফায়ার স্টেশন অফিসার শম্ভু কুন্ডু বলেন, ‘‘হাসপাতাল থেকে আমাদের কাছে খবর যায় সঙ্গে সঙ্গে আমরা দেরি না করে ছুটে আসি, এবং প্রায় দীর্ঘ এক ঘণ্টার চেষ্টায় অবশেষে বাচ্চার মাথা থেকে হাড়ি কেটে বের করি , সুস্থ-স্বাভাবিক বাচ্চাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরে আমরা খুশি ।’’

Published by:Debalina Datta
First published:

Tags: Baby, Bangaon, Doctor