#হাওড়া: বুধবার ব্যাঙ্ক থেকে অপহৃত বালির ছাট লোহার ব্যবসায়ীকে উদ্ধার করল বালি থানার পুলিশ | হুগলির উত্তর পাড়ার এক বন্ধুর বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয় | পুরো বিষয়টিই অপহরণের নাটক বলে দাবি পুলিশের | আর এই অপহরনের নাটকের চিত্রনাট্য সাজায় ব্যবসায়ী গোপাল বুধলিয়ার স্ত্রী ও তার এক পরিচিত | ব্যবসায়ীর পরিবারের তরফে বালি থানায় বৃহস্পতিবার অভিযোগ দায়ের করা হয় | অভিযোগে জানানো হয় এক ব্যবসায়ী অংশীদার লেক টাউনের বাসিন্দা অমিত ঝুনঝুনওয়ালার সঙ্গে ব্যাঙ্কে যান গোপালবাবু এবং তারপর থেকেই নিখোঁজ হন গোপাল বাবু | অপহরণকারীর ৫০ হাজার টাকা মুক্তিপণ চেয়ে ফোনেও করে |
পুলিশ তদন্তে নেমে লেকটাউনের বাসিন্দা অমিত বাবুকে গ্রেফতার করে | অন্যদিকে অপহৃত ব্যবসায়ীর খোঁজে হন্যে খুঁজতে থাকে পুলিশ, বার বার গোপলাবাবুর মোবাইলের টাওয়ার লোকেশন বদলাতে থাকে | একবার টাকা নিয়ে আসার জন্য, সেই টাকা নিয়ে পরিবার গেলেও অপহরণকারীরা সেই টাকা নিতে কেউ আসেনি | এই তদন্তের মাঝেই হটাৎ করেই শনিবার বালি থানায় ফোন করে গোপাল বাবুর বাড়ি থেকে জানানো হয় শনিবার সন্ধ্যার পর অপহরণকারীরা বাইকে চাপিয়ে গোপাল বাবুকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে গিয়েছে | সঙ্গে সঙ্গে গোপাল বাবুকে নিজেরদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে উত্তর পাড়ার তার এক পরিচিতকে আটক করে পুলিশ | অপহরণকারীরা অপহৃতকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল তারা ধরা পড়ার ভয় পেলোনা আর কেনইবা গোপাল বাবু এলাকায় এসেও চেঁচামেচি করে অপহরণকারীকে ধরিয়ে দিলেন না | সন্ধেহ হয় তদন্তকারীদের |
জিজ্ঞাসাবাদে গোপাল বাবু জানান তার কাছ থেকে অনেকেই ছাট লোহা কেনেন, মূলত তারা গোপাল বাবুকে টাকা দিচ্ছিলেন না , তাই তাদেরকে ভয় দেখতে ও তাদের থেকে পাওনা টাকা উদ্ধারের জন্যই অপহরণ নাটক তৈরী করেন গোপাল বাবু| আর পুলিশ বোকা বানাতেই তার পরিচিত সঙ্গী গোপাল বাবুর মোবাইল নিয়ে ঘুরে ঘুরে টাওয়ার লোকেশন চেঞ্জ করে পুলিশকে বোকা বানাতে থাকেন | আর এই নাটকে তাকে সাহায্য করেন তার স্ত্রীও | তবে পুলিশ এখনও গোপাল বাবুর কথা বিশ্বাস করছে না | তারা মনে করছেন অপহরণকারীদের ভয়ে এই সব বলেছে না তো | পুলিশ গোপাল বাবু ও ধৃতদের এক সঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে |
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kidnap, South bengal news, বালি, হাওড়া