বকখালি: বকখালি পর্যটনকেন্দ্র লাগোয়া জঙ্গলে আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। স্থানীয় প্রশাসনের তরফে বিভিন্নভাবে চেষ্টা চালানো হচ্ছে আগুনকে নিয়ন্ত্রণে আনার। জঙ্গলের ভিতরে আগুন লেগে যাওয়ার কারণে দমকল ওই স্থানে ঢুকতে পারছে না। যার কারনে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে প্রশাসনকে।
সোমবার রাতের জেসিবি গাড়ি দিয়ে ঢাকা দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়। তবে অন্ধকার থাকার কারণে সমস্যার মধ্যে পড়তে হয় প্রশাসনকে। এদিন সকাল থেকে পুনরায় আগুন নেভানোর কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন ও বনদফতর। কীভাবে আগুন লাগলো তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।
আরও পড়ুন, ভয়াবহ আগুন বকখালিতে, দাউদাউ করে জ্বলছে কয়েকশো বিঘা বনাঞ্চল
আরও পড়ুন, পুলিশি অভিযানে উদ্ধার ৩৫০ কেজির বেশি গাঁজা , দেখুন কোথায়!
জানা যায়, সোমবার বিকেল চারটে নাগাদ সমুদ্রতটে ডিউটি করার সময় সিভিল ডিফেন্সের কর্মীরা প্রথম ধোঁয়া দেখতে পান। এরপর ১৬ জনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেন। দক্ষিণ ২৪ পরগনার ডিএফও মিলন মণ্ডল বনকর্মীদের ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশ দিয়েছেন।
বিশ্বজিৎ হালদার
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bakkhali