হোম /খবর /দক্ষিণবঙ্গ /
বাম-কং-বিজেপি সমর্থকদের বাড়ি বাড়ি ঢুকে প্রচার তৃণমূল প্রার্থী বিভাস সর্দারের

বিরোধি দলের সমর্থকদের বাড়ি ঢুকে প্রচার তৃণমূল প্রার্থীর, জমকালো শোভাযাত্রায় নজর কাড়লেন বিভাস সর্দার

রবিবার সকাল থেকে সীতাকুন্ডু এলাকায় বর্নাঢ্য শোভাযাত্রা সহ শুরু করেছেন প্রচার ৷ মাইকিংয়ের ব্যবস্থা যেমন থাকছে তেমনি থাকছে ব্যান্ড পার্টিও ৷ যা সহজেই দৄষ্টি আকর্ষণ করছে ভোটারদের ৷

  • Last Updated :
  • Share this:

#বারুইপুর: ধর্মনিরপেক্ষ বাম, কংগ্রেস এমনকি বিজেপি সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে রাজ্যের উন্নয়নের সার্থে ভোট চাইছেন বারুইপুর পুর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমুল কংগ্রেস প্রার্থী বিভাস সর্দার ৷ জেলায় ট্রেড ইউনিয়নের নেতা হিসেবে পরিচিত ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত তিনি৷ এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক নির্মল মন্ডল এবার টিকিট পাননি ৷ টিকিট না পেয়ে তিনি ঝুঁকেছেন বিজেপির দিকে ৷ দু-একদিনের মধ্যেই তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে সূত্র মারফত জানা গিয়েছে ৷ স্বচ্ছ ভাবমুর্তির নির্মল মন্ডল টিকিট না পেয়ে তৃণমুল ছাড়লে তা চিন্তার কারণ হতে পারে, মনে করছে বিশেষজ্ঞ মহল ৷ তবে মাঠে নেমে প্রচারে বিরোধীদের থেকে অনেকটাই এগিয়ে তৃণমুল প্রার্থী ৷

প্রধান প্রতিপক্ষ বিজেপি এখনও প্রার্থীই ঘোষণা করতে পারেননি ৷ সেখানে দেওয়াল লিখন কার্যত প্রায় শেষ করে ফেলেছেন তিনি ৷ অঞ্চল ধরে ধরে সকাল-বিকাল বাড়ি বাড়ি গিয়ে শুরু করেছেন প্রচার ৷ প্রচারের সময় বাচ্চাদের হাতে তুলে দিচ্ছেন চকলেট ৷ কখনও পায়ে হাত দিয়ে আবার কখনও নমস্কার করে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন তিনি ৷ নিজেকে ভূমিপুত্র বলে দাবি করে ইতিমধ্যে প্রচার শুরু করেছেন ৷

গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমুল এগিয়ে ছিল প্রায় ৪২ হাজার ভোটে ৷ তবে ২০১৬ সালে এই কেন্দ্রের তৃণমুল কংগ্রেস প্রার্থী নির্মল মন্ডল ৪৬ হাজারের বেশি ভোটে জয় লাভ করেছিলেন ৷ সেই ভোট কিছুটা হলেও কমে যায় লোকসভায় ৷ এর প্রধান কারণ দলের একটা অংশ বিজেপির দিকে চলে যাওয়া ৷ তবে দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে দফায় দফায় বৈঠক করছেন ৷ অনেকটাই যে সফল হয়েছেন তা তাঁর নির্বাচনী প্রচারে কর্মীদের ভিড় দেখলেই বোঝা যাচ্ছে ৷

রবিবার সকাল থেকে সীতাকুন্ডু এলাকায় বর্নাঢ্য শোভাযাত্রা সহ শুরু করেছেন প্রচার ৷ মাইকিংয়ের ব্যবস্থা যেমন থাকছে তেমনি থাকছে ব্যান্ড পার্টিও ৷ যা সহজেই দৄষ্টি আকর্ষণ করছে ভোটারদের ৷ নিজে ঢুকে পড়ছেন প্রতিটি বাড়িতে ৷ তবে জয়ের ব্যাপারে প্রশ্ন করা হলে তাঁর বিনয়ী উত্তর, এই বিধানসভা কেন্দ্রের বাসিন্দারা যে রায় দেবেন তা তিনি মাথা পেতে নেবেন ৷ তিনি আরও বলেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে এবং রাজ্যের উন্নয়নের নিরিখে ভোট দেবেন ৷ তৃতীয় বারের জন্য ফের নবান্নে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে দাবি করেন তিনি ৷

Arpan Mandal 

Published by:Pooja Basu
First published:

Tags: South bengal news, West Bengal Assembly Election 2021