#বারুইপুর: ধর্মনিরপেক্ষ বাম, কংগ্রেস এমনকি বিজেপি সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে রাজ্যের উন্নয়নের সার্থে ভোট চাইছেন বারুইপুর পুর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমুল কংগ্রেস প্রার্থী বিভাস সর্দার ৷ জেলায় ট্রেড ইউনিয়নের নেতা হিসেবে পরিচিত ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত তিনি৷ এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক নির্মল মন্ডল এবার টিকিট পাননি ৷ টিকিট না পেয়ে তিনি ঝুঁকেছেন বিজেপির দিকে ৷ দু-একদিনের মধ্যেই তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে সূত্র মারফত জানা গিয়েছে ৷ স্বচ্ছ ভাবমুর্তির নির্মল মন্ডল টিকিট না পেয়ে তৃণমুল ছাড়লে তা চিন্তার কারণ হতে পারে, মনে করছে বিশেষজ্ঞ মহল ৷ তবে মাঠে নেমে প্রচারে বিরোধীদের থেকে অনেকটাই এগিয়ে তৃণমুল প্রার্থী ৷
প্রধান প্রতিপক্ষ বিজেপি এখনও প্রার্থীই ঘোষণা করতে পারেননি ৷ সেখানে দেওয়াল লিখন কার্যত প্রায় শেষ করে ফেলেছেন তিনি ৷ অঞ্চল ধরে ধরে সকাল-বিকাল বাড়ি বাড়ি গিয়ে শুরু করেছেন প্রচার ৷ প্রচারের সময় বাচ্চাদের হাতে তুলে দিচ্ছেন চকলেট ৷ কখনও পায়ে হাত দিয়ে আবার কখনও নমস্কার করে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন তিনি ৷ নিজেকে ভূমিপুত্র বলে দাবি করে ইতিমধ্যে প্রচার শুরু করেছেন ৷
গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমুল এগিয়ে ছিল প্রায় ৪২ হাজার ভোটে ৷ তবে ২০১৬ সালে এই কেন্দ্রের তৃণমুল কংগ্রেস প্রার্থী নির্মল মন্ডল ৪৬ হাজারের বেশি ভোটে জয় লাভ করেছিলেন ৷ সেই ভোট কিছুটা হলেও কমে যায় লোকসভায় ৷ এর প্রধান কারণ দলের একটা অংশ বিজেপির দিকে চলে যাওয়া ৷ তবে দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে দফায় দফায় বৈঠক করছেন ৷ অনেকটাই যে সফল হয়েছেন তা তাঁর নির্বাচনী প্রচারে কর্মীদের ভিড় দেখলেই বোঝা যাচ্ছে ৷
রবিবার সকাল থেকে সীতাকুন্ডু এলাকায় বর্নাঢ্য শোভাযাত্রা সহ শুরু করেছেন প্রচার ৷ মাইকিংয়ের ব্যবস্থা যেমন থাকছে তেমনি থাকছে ব্যান্ড পার্টিও ৷ যা সহজেই দৄষ্টি আকর্ষণ করছে ভোটারদের ৷ নিজে ঢুকে পড়ছেন প্রতিটি বাড়িতে ৷ তবে জয়ের ব্যাপারে প্রশ্ন করা হলে তাঁর বিনয়ী উত্তর, এই বিধানসভা কেন্দ্রের বাসিন্দারা যে রায় দেবেন তা তিনি মাথা পেতে নেবেন ৷ তিনি আরও বলেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে এবং রাজ্যের উন্নয়নের নিরিখে ভোট দেবেন ৷ তৃতীয় বারের জন্য ফের নবান্নে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে দাবি করেন তিনি ৷
Arpan Mandal
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।