#বহরমপুর: রাজ্য সরকারের উদ্যোগে বহরমপুর হয়ে উঠেছে গ্রিন ক্লিন সিটি। বহরমপুর শহরকে সাজিয়েছে পুরসভা। একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। পথবাতি, রাস্তাঘাট, ওয়াটার এটিএম-সহ বিভিন্ন পরিষেবা পাচ্ছেন সাধারণ মানুষ। প্রায় কুড়ি কোটি টাকা খরচে নতুন রূপে ধরা দিয়েছে বহরমপুর।
মুর্শিদাবাদের বহরমপুর শহরকে সাজিয়েছে রাজ্য সরকার। রাস্তাঘাট উন্নত হয়েছে। সংকীর্ণ রাস্তাঘাট চওড়া করা হয়েছে। জায়গায় জায়গায় বসানো হয়েছে পথবাতি। বহরমপুর পুরসভার তরফ থেকে শহরকে সাজিয়ে তুলতে একাধিক প্রকল্প নেওয়া হয়েছে। সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে বিভিন্ন পরিষেবা দেওয়া হচ্ছে। গ্রিন সিটি প্রকল্পের হাসপাতাল, বাসস্ট্যান্ড, সরকারি দফতর, কলেজ, আদালত চত্বরের মত গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে ওয়াটার এটিএম।
সাজছে বহরমপুর শহর
- রাস্তায় রাস্তায় পথবাতি বসানো হয়েছে
- বিভিন্ন রাস্তাঘাট চওড়া করা হয়েছে
- ২৮ ওয়ার্ডে ৯৭টি ওয়াটার এটিএম বসানো হচ্ছে
- ওয়াটার এটিএম থেকে ২ টাকায় ১ লিটার জল পাওয়া যাবে
- ওয়াটার এটিএম থেকে ১০ টাকায় পাওয়া যাবে ২০ লিটার পানীয় জল
- বহরমপুর শহর সাজাতে প্রায় ২০ কোটি টাকা খরচ হয়েছে
গঙ্গার পাড় লাগোয়া এলাকার সৌন্দর্যায়ন করেছে প্রশাসন। আলো লাগানোর পরে বিভিন্ন রাস্তায় অন্ধকার কেটেছে। মহিলারাও নিজেদের নিরাপদ মনে করছেন। সব মিলিয়ে পুরসভার কাজে খুশি বহরমপুরবাসী।
বাম সরকারের আমলে পিছিয়ে পড়েছিল মুর্শিদাবাদ। এখন অবশ্য মুর্শিদাবাদ আর পিছিয়ে পড়া জেলা নয়। নতুন সরকারের আমলে শিক্ষা-স্বাস্থ্য-চিকিৎসা বিভিন্ন ক্ষেত্রে এগিয়েছে মুর্শিদাবাদ। আলো-রাস্তা-ওয়াটার এটিএম নিয়ে নতুন চেহারায় ধরা দিচ্ছে বহরমপুর পুরসভা এলাকা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Baharampur, Egiye Bangla