#বহরমপুর: ডেভিড কার্ড জালিয়াতি নিয়ে গোটা দেশ উত্তাল ৷ এরই মাঝে বহরমপুরে প্রকাশ্যে ঘটে এল জালিয়াতির ঘটনা ৷ তবে একটু অন্যভাবে ৷
খবর অনুযায়ী, রবিবার সকাল বেলা বহরমপুরে ইন্দপ্রস্থ এলাকার এসবিআইয়ের একটি এটিএমে কয়েকজন হঠাৎই ঢুকে পড়ে ৷ এটিএমে ঢুকে নিজেদের জামাকাপড় দিয়ে ঢেকে দেয় সিসিটিভি ৷ তারপর এটিএম মেশিন ভাঙার চেষ্টাও করে তারা ৷
তবে ঘটনাস্থলে ঠিক সময় পুলিশ পৌঁছে যাওয়ায় এটিএম থেকে কোনও অর্থই চুরি যায়নি ৷ পুলিশের প্রথামিক তদন্তে জানা গিয়েছে, ঝাড়খন্ড থেকে আসা এক চক্রের এই কারসাজি ৷ চলছে তদন্ত ৷
কিছুদিন আগদে এটিএম কাউন্টার থেকে টাকা চুরি করতে এসে জনতার হাতে ধরা পড়ে যায় দুই কলেজ পড়ুয়া ৷ বুধবার বেলা এগারোটা নাগাদ বারুইপুর স্টেশনের চার নম্বর প্লাটফর্ম সংলগ্ন কানাড়া ব্যাঙ্কের এটিএম কাউন্টারের সামনে সন্দেহজনক ভাবে দুই যুবককে অনেকক্ষণ ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা ৷ তাদের সন্দেহ হতেই পুরপিতা বাপি ভদ্রর নেতৃত্বে কিছু যুবক দুজনকে ধরে ফেলে ৷
জানা গিয়েছে, স্থানীয়রা ধরে ফেলার পর ভয়ে পেয়ে যায় দু’জনে ৷ কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের তৃতীয় বর্ষের দুই ছাত্র রাকেশ সরদার ও মহম্মদ সাদ্দাম স্বীকার করে নেয় এটিএম থেকে টাকা চুরি করার পরিকল্পনা নিয়ে তারা ওখানে যায় ৷ দু’জনেরই বাড়ি বাঁশদ্রোণি থানা এলাকায় ৷
খবর দেওয়া হয় বারুইপুর থানার পুলিশকে ৷ ঘটনাস্থলে পৌঁছে দুই ছাত্রকে থানায় নিয়ে যাওয়া হয় ৷ সেখানে নিয়ে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় ৷ সেই সঙ্গে পুলিশ এটিএম কাউন্টারে গিয়ে দেখে যে টাকা তোলার বোতামে টেপ মারা রয়েছে কিনা ৷এই ভাবে টেপ মেরে রেখে গ্রাহকদের টাকা হাতিয়ে নিত দুই যুবক বলে অভিযোগ ছিল পুলিশের কাছে ৷ পুলিশের অনুমান এই দুই যুবক একাধিক এটিএম থেকে গ্রাহক সেজে এই কায়দায় টাকা তুলে নিয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ATM, ATM Dacoity, Baharampur