#মুর্শিদাবাদ: 'ইনসাফ চাই আব্দুর রহমানের', এই দাবিকে সামনে রেখে বহরমপুরে জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও, পুলিশ ও আন্দোলনকারীদের বচসা ও ধস্তাধস্তিতে উত্তপ্ত বহরমপুর। রণক্ষেত্রের আকার নিল বহরমপুর টেক্সটাইল মোড় ।
প্রাথমিকের চাকরিপ্রার্থী প্রয়াত আব্দুর রহমানের সুবিচারের দাবিতে গত শনিবার 'লালগোলা থানা চল' অভিযানের ডাক দেয় ডিওয়াইএফআই ও এসএফআই। সোমবার ডাক দেওয়া হয় জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও-এর। বহরমপুর শহরে মিছিল করে বহরমপুর জেলা পুলিশ সুপার অফিসের দিকে এগোলে পুলিশের ব্যারিকেডের সামনে পড়েন বিক্ষোভকারীরা। এই অবস্থায় ব্যারিকেড ভেঙে তাঁরা জেলা পুলিশ সুপারের অফিসের সামনে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এরপর বিক্ষোভকারীরা মিছিল নিয়ে বহরমপুর টেক্সটাইল কলেজের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন। বাঁশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয়।
আব্দুর রহমানের বাড়ি সরপাখিয়া থেকেও বহু মানুষ ‘পুলিশ সুপার অফিস চলো’ অভিযানে অংশ নেন। চাকরিপ্রার্থী আব্দুর রহমানের মৃত্যুর জন্য দায়ি অপরাধিদের গ্রেফতার ও রাজ্যজুরে শিক্ষক নিয়োগে দুর্নীতির চক্র ভাঙা, সুষ্ঠভাবে পঞ্চায়েত নির্বাচন করতে পুলিশের নিরপেক্ষ ভূমিকা পালনের দাবি নিয়ে প্রথমে লালগোলা থানা ও পরে বহরমপুর জেলা পুলিশ সুপারের অফিস চলো অভিযানের ডাক দেয় বাম ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই ও এসএফআই।
আব্দুর রহমান প্রাইমারি চাকরির জন্য দিবাকর কোনাই নামে এক ব্যক্তিকে প্রায় ৭ সাত লক্ষ টাকা দেন। অভিযোগ, টাকা দেওয়ার পরও তার চাকরি না হওয়ায় দিবাকর কোনাই-র কাছে টাকা ফেরত চাইতে যান তিনি। কিন্তু সেখানে গিয়ে হুমকির মুখে পড়তে হয় আব্দুর রহমানকে। প্রতারিত হয়ে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন আব্দুর রহমান। গত সেপ্টেম্বর মাসে সুইসাইড নোটে তাঁর অভিযোগ লিখে কীটনাশক খেয়ে আত্মঘাতী হন আব্দুর। ঘটনায় লালগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃত চাকরিপ্রার্থীর পরিবার। সেই ঘটনায় গত সোমবার রাতে অভিযুক্ত দিবাকর কোনাইকে বীরভূম থেকে গ্রেফতার করে লালগোলা থানার পুলিশ।
কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Murshidabad