#জঙ্গিপুর: মুর্শিদাবাদে এক নবজাতক সন্তানের দুই মাথা। মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের লক্ষ্মীনগর গ্রাম, সেখানে গত দুই সপ্তাহ আগে জন্ম নেওয়া এক শিশুর শারীরিক ত্রুটির ফলে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। নবজাতক সন্তানের মাথার উপরেই আরেকটি মাথা! জানা গিয়েছে, গত দুই সপ্তাহ আগে সামশেরগঞ্জ থানার লক্ষ্মীনগর এলাকায় তাহেরা বিবি নামে এক মহিলা, সন্তানের জন্ম দেন।
আরও পড়ুন: পরিকল্পনা সারছে সিবিআই, অনুব্রত মণ্ডলের রিপোর্ট গেল এইমসে! এবার যা হতে চলেছে...
বাড়িতেই জন্ম হয় শিশুটির। এরপরে অনুপনগর হাসপাতালে ভর্তি করা হয় মা ও শিশুটিকে। শিশুটিকে দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চিকিৎসকরা জানিয়েছেন, এটি একটি বিরল ঘটনা। মাথায় টিউমার রয়েছে শিশুটির। চিকিৎসকরা আরও জানান, এটি দেখতে মাথার মতো হলেও এটি মাথা নয়, এক প্রকারের টিউমার। গর্ভকালীন ত্রুটির জন্যই এই টিউমার হয়েছে। দিন আনি দিন খাই পরিবারের সদস্যরা বুঝে উঠতে পারছেন না, কি করে চিকিৎসা করাবেন বাচ্চাটির।
আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে শত্রুঘ্ন সিনহা! প্রথম বৈঠকেই বিশেষ কোনও সিদ্ধান্ত?
পরিবারের সদস্যরা প্রথমে অনুপনগর হাসপাতালে ও পরে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে শিশুটির চিকিৎসা করালেও ডাক্তাররা জানিয়েছেন, অত্যন্ত ব্যয়বহুল এই চিকিৎসা। ঠিক মতো চিকিৎসা হলে তবেই বাঁচানো সম্ভব হবে শিশুটিকে। দরিদ্র পরিবারের বক্তব্য, "আমরা কোনওরকমে পেটের ভাত জোগাড় করি। চিকিৎসকেরা জানিয়েছেন এক একটি ইনজেকশনের দাম দুই হাজার টাকা, যা আমাদের কিনে দেওয়ার সামর্থ নেই, তাই আমরা শিশুটির চিকিৎসা করাতে পারছি না।" স্বভাবতই চিকিৎসা করাতে না পেরে গভীর সংকটের মধ্যে আছেন শিশুর পরিবারের সদস্যরা। কি করবন বুঝে উঠতে পারছেন না তাঁরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Murshidabad, West Bengal news