#আসানসোল: বাবুল সুপ্রিয়র গান বন্ধের নির্দেশ দিল নির্বাচন কমিশন। প্রচার হোক বা সোশাল মিডিয়া, কোথাওই বাবুলের গান ব্যবহার করা যাবে না।
শনিবার তা স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। নিয়ম মতো, নির্বাচনের সময় দলীয় প্রচারে গান বাজাতে হলে কমিশনের অনুমতি নিতে হয়। কিন্তু, তা না নিয়েই তাঁর গান বাজানো হচ্ছিল। এমনকি বাবুলের ট্যুইটার অ্যাকাউন্টেও ওই গান আপলোড করা হয়।
নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে তাঁকে শোকজ করা হয়। বাবুল জবাব দিলেও, তাতে সন্তুষ্ট হয়নি কমিশন। রিপোর্ট পাঠানো হয় দিল্লিতে। এরপর, বিজেপির তরফে গানের লিরিকের অনুমতির জন্য আবেদন করা হয়। তাতে শব্দ পরিবর্তন করতে বলে নির্বাচন কমিশন। কিন্তু, তা না করায়, এবার সরাসরি গান বন্ধের নির্দেশ দিল কমিশন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Asansol S25p40, Elections 2019, Lok Sabha elections 2019, West Bengal Lok Sabha Elections 2019