#অন্ডাল: প্রচারে বেরিয়ে মেজাজ হারালেন বাবুল সুপ্রিয়। প্রশ্ন পছন্দ না হওয়ায় প্রশ্নকর্তা যুবককে ছুড়ে ফেলে দেওয়ার হুমকিও দিলেন।
বৃহস্পতিবারের ঘটনাটিকে ঘিরে উত্তেজনা ছড়াল অন্ডালে। এদিন কাজোরা ও হরিশপুরে প্রচারে আসেন আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। তখনই তৃণমূল সমর্থক এক যুবকের সঙ্গে বচসায় জড়ান তিনি। ওই যুবকের প্রশ্নে বিরক্ত হয়ে তাঁকে ছুড়ে ফেলার হুমকিও দেন বাবুল।
এই ঘটনার পরই ওই যুবককে মারধরে করেন বিজেপির কর্মী-সমর্থকরা।এমনটাই অভিযোগ জানিয়েছেন ওই যুবক ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Asansol S25p40, Babul supriyo, Elections 2019, Lok Sabha elections 2019, West Bengal Lok Sabha Elections 2019