#আসানসোল: বিপাকে বাবুল সুপ্রিয় ! আসানসোল যাওয়ার পথে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তিনি ৷ এরপরই ১৪৪ ধারা ভঙ্গ এবং আইপিএস অফিসার রূপেশ কুমারকে ধাক্কা মারার অভিযোগে বাবুলের বিরুদ্ধে উত্তর আসানসোল থানায় জামিন অযোগ্য ধারায় দু’টি মামলা দায়ের করে পুলিশ ৷
রামনবমী উপলক্ষে গোষ্ঠীসংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় আসানসোল ৷ বৃহস্পতিবার সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে কল্যাণপুরে যাচ্ছিলেন লকেট এবং বাবুল ৷ চাঁদমারি পৌঁছতেই স্থানীয় বাসিন্দারা বাবুলের গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ কেন্দ্রীয় মন্ত্রী এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে গাড়ি থেকে নেমে আসেন ৷ এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বাবুলের ৷ সেই সময়ই আইপিএস অফিসারকে ধাক্কা মারারও অভিযোগে ওঠে বাবুলের বিরুদ্ধে ৷ অবশেষে রণে ভঙ্গ দিয়ে ফিরে যান বাবুল সুপ্রিয় ৷ এই ঘটনার পরই ১৪৪ ধারা ভঙ্গ ও পুলিশকর্মীকে হেনস্থার অভিযোগে বাবুলের বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ।
এই ঘটনার পর পালটা অভিযোগ দায়ের করেন বাবুল সুপ্রিয়ও ৷ নিজের লেটার প্যাডে আইপিএস রূপেশ কুমাপের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি ৷
বাবুল সুপ্রিয়র পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাকে হাতিয়ার করে ময়দানে নেমেছে তৃণমূলও ৷ প্রসঙ্গত, বৃহস্পতিবারই আসানসোলের পরিস্থিতি নিয়ে নবান্নে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Asansol, Babul supriyo, BJP, Mamata Bandhapadhyay, Ramnabami, TMC