#বারুইপুর: দুর্ঘটনায় আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে পুলিশ-মামলার ভয়ে অনেকেই পিছিয়ে যান। এই ছবিটাই পালটে দিতে চায় বারুইপুরের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত। রাস্তার ব্যানার, হোর্ডিং দিয়ে সাধারণ মানুষের কাছে আহতকে দ্রুত হাসপাতালে ভর্তি করার আবেদন। পুলিশি জেরার দায়? সামলাবে পঞ্চায়েত।
সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। কেন্দ্রের তরফে একাধিক বিজ্ঞাপনে আবেদনও আছে। রাস্তায় পড়ে থাকা আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া নিয়ে সচেতনতা তেমন নেই। পুলিশি ঝুট ঝামেলা এড়াতে অনেকেই দেখেও দেখেন না। সমস্যার সমাধানে এগিয়ে এসেছে কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত। বারুইপুর-আমতলা রোডের চৌমাথায় টাঙানো হয়েছে বড় ব্যানার। তাতে পুলিশি প্রশ্ন থেকে প্রাথমিক চিকিৎসা সব কিছুই নিজেদের ঘাড়ে নিয়েছে তারা।
পঞ্চায়েতে উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশের। পুলিশ,মামলা,মোকদ্দমার ভয়ে যেন মানবিকতাটা হারিয়ে না যায়। পঞ্চায়েতের এই উদ্যোগ সফল হবে,আশাবাদী সবাই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Accident Victim, Awareness Campaign, Road Accident Victim