corona virus btn
corona virus btn
Loading

প্রতিবাদ করে অটো চালকের হাতে মার খেলেন যাত্রী !

প্রতিবাদ করে অটো চালকের হাতে মার খেলেন যাত্রী !

শহরে অটো দৌরাত্ম্য চলছেই ৷ এবার অতিরিক্ত যাত্রী নেওয়ার প্রতিবাদ করে অটো চালকের হাতে বেধরক মার খেলেন দুই যাত্রী।

  • Share this:

#ক্যানিং:  শহরে অটো দৌরাত্ম্য চলছেই ৷ এবার অতিরিক্ত যাত্রী নেওয়ার প্রতিবাদ করে অটো চালকের হাতে বেধরক মার খেলেন দুই যাত্রী। অটো চালকের হাতে মার খেয়ে রক্তাক্ত অবস্থায় দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে রইলেন দুই যাত্রী।

আহতদের নাম সাহেব মোল্লা ও আমিন মোল্লা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ও বাসন্তী সংযোগকারী মাতলা সেতুতে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত অটো চালক। অটোতে অতিরিক্ত যাত্রী নেওয়ার ফলে প্রায় দিনই এই ক্যানিং-বাসন্তী রুটে দুর্ঘটনা ঘটছে। এদিন সকালে ক্যানিং থেকে সাত জন যাত্রী নিয়ে একটি অটো বাসন্তীর উদ্দেশ্যে রওনা দেয়। মাঝে মাতলা সেতুতে ঐ অটোতে আরও তিন জন যাত্রী তুলতে চায় অভিযুক্ত চালক হারমস গায়েন। সেই সময় অটোতে বসে থাকা দুই যাত্রী সাহেব মোল্লা ও আমিন মোল্লা তার প্রতিবাদ করে। তাঁরা বলেন সামনেই নেমে যাবেন, নামার পরই  অন্য যাত্রী নেওয়া হোক। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে বচসা হয়। এরপর ওই অটো চালক বেধরক মারধর করেন প্রতিবাদী দুই যাত্রীকে। রক্তাক্ত অবস্থায় মাতলা সেতুতে তাদের ফেলে দিয়ে পালিয়ে যায় ওই অটো চালক। সেখানে দীর্ঘক্ষণ পরে থাকার পর স্থানীয় পথ চলতি মানুষের সাহায্যে চিকিৎসার জন্য আক্রান্ত যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

First published: October 16, 2016, 1:11 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर