#পূর্ব বর্ধমান: সরকারি কর্মীদের হাজিরা নিশ্চিত করতে নজরদারি বাড়ানোর পরিকল্পনা নিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। এই করোনা পরিস্থিতিতে অনেক কর্মী দিনের পর দিন অফিসে আসছেন না। তার ফলে জেলার প্রশাসনিক কাজকর্ম চালাতে খুবই সমস্যা হচ্ছে। জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, রাজ্য সরকার এখন পঞ্চাশ শতাংশ কর্মীদের উপস্থিত থাকতে বললেও অনেক কর্মী দিনের পর দিন অফিসে আসছেন না। আবার কিছু কর্মী নিয়মিত অফিসে এসে দায়িত্ব সামলাচ্ছেন। কর্মীদের পঞ্চাশ শতাংশ হাজিরা নিশ্চিত করতে এবার জেলা প্রশাসন তৎপরতা বাড়াতে চলেছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকেই অফিসে সকলকে হাজির থাকার নির্দেশিকা জারি করা হতে পারে। এক্ষেত্রে রাজ্য সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে জেলা প্রশাসন। তার আগে অফিসে যাতে অর্ধেক কর্মী হাজির থাকেন তা সুনিশ্চিত করতেই এবার প্রতিদিন অ্যাটেনডেন্সের খাতায় নজরদারি চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের ওই পদস্থ কর্তা। তিনি বলেন, কর্মীরা ইচ্ছামত অফিসে আসছেন। একদিন এলে বেশ কয়েকদিন আর আসছেন না। তার ফলে বকেয়া কাজের পাহাড় জমছে। অনেক বাসিন্দা সমস্যার মধ্যে পড়ছেন। প্রশাসনিক ফাইল আটকে থাকছে। তাই এবার কর্মীদের উপস্থিতি নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিভাগীয় প্রধানদের জানিয়ে দেওয়া হয়েছে কোন কর্মী কবে অফিসে আসছেন, কবে কারা ছুটিতে থাকবেন তা তালিকা তৈরি করে জানিয়ে দিতে হবে। সেই তালিকা মেনেই সব কর্মীকে অফিসে আসা যাওয়া করতে হবে। তা না মানা হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Burdwan, South bengal news