#বাসন্তী: বাসন্তীতে গুরুতর জখম হলেন এক তৃণমূল কর্মী। রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় মজিবর শেখ নামে এক তৃণমূল কর্মীকে।ঘটনায় অভিযোগের তীর স্থানীয় যুব তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। অভিযোগ এলাকায় মাদার তৃণমূল করার অপরাধে বেধড়ক মারধর করা হয় মজিবর শেখ কে।
সোমবার রাত্রি দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে বাসন্তী থানার খরিমাচান গ্রামে। স্থানীয় যুব তৃণমূল দুষ্কৃতীরা মুজিবরকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ এসে অবস্থায় উদ্ধার করে তৃণমূল কর্মী মুজিবর কে। স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেছে।
বিজেপিকে ঠেকাতে নিজেদের মধ্যে কোন্দল ভুলে যখন রাজ্য জুড়ে ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন তৃণমূল নেতৃত্ব, তখন নতুন করে বাসন্তি তে তৃণমূলের এই গোষ্ঠী কোন্দলের ঘটনা বাড়তি অক্সিজেন যোগাবে বিরোধীদের বলে মনে করছেন রাজনীতি বিশেষজ্ঞ রা।এই দিকে মুজিবরের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Attack, Basanti, TMC Leader