#সিঙ্গুর: চোখে একঝাঁক স্বপ্ন। সামনে বাধা অনেক। তাকে থোড়াই কেয়ার করে এগিয়ে যাচ্ছে সিঙ্গুরের গোপালনগরের রিয়া হাজরা। রয়েছে হাড়ভাঙা খাটুনি। তারই ফাঁকে বাবা-মাকে সাহায্যে। কিন্তু স্বপ্ন দেখা ছাড়েননি ভবিষ্যতের পিটি উষা।
ছোটবেলায় দাদা থেকে অ্যাথলেটিক্সে নামা। স্বপ্নের দৌড়ের সেই শুরু। স্কুল টুর্নামেন্ট থেকে শুরু করে জেলা, রাজ্যস্তর। সবেতেই এসেছে সাফল্য। এরমধ্যে টানা ৩ বার সোনা। বাংলার হয়ে ২০০ ও ৪০০ মিটারে সোনা এসেছে ঘরে। ২৯ মে সাই কমপ্লেক্স থেকে শুরু হবে ক্লাব বেঙ্গল টুর্নামেন্ট। উচ্চ মাধ্যমিকের পর আপাতত তার প্রস্তুতিতেই মগ্ন রিয়া। বিশেষ নজর ২০০, ৪০০,৮০০ মিটারের ইভেন্টে।
সকালে ৫ কিমি সাইকেল চালিয়ে সিঙ্গুর স্টেশন। সেখান থেকে ট্রেনে করে দিয়াড়া স্টেশন। দিয়াড়া গোবিন্দপুর ইউনাইটেড স্পোর্টিং ক্লাবে প্র্যাকটিস। রিয়াকে নিয়ে আশায় বুক বাঁধছেন তাঁর কোচ।
অবসরে সিনেমা দেখা, গান শোনা নয়। মা-বাবার হাতে হাত লাগাতে বেশি আনন্দ পায় রিয়া। বাড়ির কৃতি মেয়ের জন্য গর্বিত সবাই। পিটি উষার ভক্ত সব বাধা পেরিয়ে আরও এগোতে চান। স্বপ্ন দেখতে চান। শুভেচ্ছা রইল নিউজ ১৮-এর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।