• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • বিদ্রোহী কবি নজরুলের ভিটেতে এসেছিলেন বাজপেয়ী, স্মৃতিচারণায় চুরুলিয়া

বিদ্রোহী কবি নজরুলের ভিটেতে এসেছিলেন বাজপেয়ী, স্মৃতিচারণায় চুরুলিয়া

সেদিন চুরুলিয়া ঢোকার কিছু আগেই থেমে যায় প্রধানমন্ত্রীর কনভয়। বাজপেয়ীর নির্দেশেই ভাঙে প্রোটোকল।

সেদিন চুরুলিয়া ঢোকার কিছু আগেই থেমে যায় প্রধানমন্ত্রীর কনভয়। বাজপেয়ীর নির্দেশেই ভাঙে প্রোটোকল।

সেদিন চুরুলিয়া ঢোকার কিছু আগেই থেমে যায় প্রধানমন্ত্রীর কনভয়। বাজপেয়ীর নির্দেশেই ভাঙে প্রোটোকল।

 • Share this:

  #বর্ধমান: বিদ্রোহী কবির ভিটেতে আরও এক স্বভাব কবি। হোক না তিনি দেশের প্রধানমন্ত্রী। তবু সেদিন চুরুলিয়া চিনেছিল এক অন্য জননেতাকে। রাজনীতির চেয়ে যিনি কবিতার ভাষায় অনেক বেশি স্বচ্ছন্দ। বাজপেয়ীর মৃত্যু উস্কে দিচ্ছে সেদিনের নানা স্মৃতি।

  ১৯৯৯ সাল। দিনটা ২০ মে। কাজী নজরুল ইসলামের জন্মশতবার্ষিকী। পশ্চিম বর্ধমানের চুরুলিয়ায় কাজি নজরুল ইসলামের জন্মভিটেতে এসেছিলেন অটলবিহারী বাজপেয়ী। তখন তিনি প্রধানমন্ত্রী। সঙ্গী ছিলেন তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  সেদিন চুরুলিয়া ঢোকার কিছু আগেই থেমে যায় প্রধানমন্ত্রীর কনভয়। বাজপেয়ীর নির্দেশেই ভাঙে প্রোটোকল। গাড়ি থেকে নেমে হেঁটে গ্রামে ঢোকেন প্রধানমন্ত্রী। শিডিউলে ছিল না । তবু নজরুলের স্ত্রী প্রমিলা দেবীর সমাধিস্থল ঘুরে দেখে অনুষ্ঠানে যান বাজপেয়ী।

  আরও পড়ুন 

  Atal Bihari Vajpayee : বাংলার সঙ্গে অবিচ্ছেদ্য যোগ, বাঙালি ছেলের সঙ্গেই একমাত্র মেয়ের বিয়ে দিয়েছিলেন ‘অবিবাহিত’ বাজপেয়ী

  জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে বাজপেয়ীর সামনে গান গাওয়ার সুযোগ পান নজরুলের নাতনি। ভাষা না বুঝলেও, কবির সুর মুগ্ধ করেছিল আরও এক কবিকে। প্রশংসা করেছিলেন। সেই প্রশংসাটুকুই আজও সম্বল সোনালির।

  ওই একদিনই । চুরুলিয়ায় আসেননি দেশের আর কোনও প্রধানমন্ত্রী। সেদিনের গল্প বড়দের কাছে শুনেছে আজকের প্রজন্ম। চোখে না দেখেও গর্বে আজও বুক ভরে রিম্পাদের।

  আরও পড়ুন  ড্রিম গার্ল হেমা মালিনীর ভক্ত ছিলেন বাজপেয়ী, ‘সীতা অউর গীতা’ দেখেছিলেন ২৫ বার

  একদিনের স্মৃতিটুকুই বিশ্বাস। রাজনীতির রং নয়,মানুষই প্রধান। চুরুলিয়াকে বুঝিয়েছিলেন অটলবিহারী বাজপেয়ী। তাঁর প্রয়াণে স্মৃতিমেদুর বিদ্রোহী কবির জন্মভিটে।

  রিপোর্ট - দীপক শর্মা

  First published: