#দিঘা: সাত সকালে বাস দুর্ঘটনা! যাত্রী বোঝাই চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়লো খালে। শনিবার ভয়াবহ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের শক্তিয়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ইটাবেড়িয়া থেকে ঘাটালের দিকে যাওয়ার সময় হঠাৎই শক্তিয়া কৃষাণ মান্ডির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে খালে উল্টে যায় যাত্রীবাহী বাসটি। দুর্ঘটনা দেখেই স্থানীয়রা ছুটে এসে বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বাসে থাকা যাত্রীরা।
দুর্ঘটনার জেরে আহত হয়েছে চারজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িটিকে উদ্ধার করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারও আঘাতই গুরুতর নয়। এ দিকে কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে স্থানীয় থানা।
SUJIT BHOWMIK
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bus Accident, East Medinipur