#রঘুনাথগঞ্জ: ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট-সহ ২ পাচারকারীকে গ্রেফতার করল রঘুনাথগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ৩৪ নম্বর জাতীয় সড়কের অভিযান চালিয়ে দুজনকে হাতেনাতে গ্রেফতার করে। ধৃতদের নাম তপন বিশ্বাস ও বাপ্পা ঘোষ। অভিযুক্তদের বাড়ি কৃষ্ণনগরে। ধৃতদের শুক্রবার জঙ্গীপুর মহকুমা আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
পুলিশ সূত্রে জানা গেছে, এই মাদক ট্যাবলেটগুলো মায়ানমার থেকে গুয়াহাটিতে এসেছিল। তারপরেই ধৃত এই দুই যুবক গুয়াহাটি থেকে এসেই মাদক ট্যাবলেটগুলো নিয়ে আসছিল। একটি পাট ভর্তি লরিতে করে তারা আসছিল। লরির ভেতরে কেবিনের মধ্যে লুকানো ছিল ট্যাবলেটগুলো। অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ কারা বলেন, বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ দুজনকে গ্রেফতার করে ও মাদক ট্যাবলেট গুলি উদ্ধার করে। যারা আনুমানিক বাজার মূল্য ২৫ থেকে ৩০ লক্ষ টাকা। হেফাজতে নিয়ে এই ব্যবসার সঙ্গে আর কে কে জড়িত তা বের করার চেষ্টা করা হচ্ছে।
Pranab Kumar Banerjee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Drug Case, Murshidabad