#দুর্গাপুর: সার্ভিস রিভলবার থেকে গুলি করে আত্মঘাতী দুর্গাপুর থানার এএসআই নাজিমুদ্দিন শেখ। মানসিক অবসাদ থেকে আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান করছে পুলিশ।
পঁয়ত্রিশ বছরের নাজিমুদ্দিন সিধু কানু ইন্ডোর স্টেডিয়ামে EVM-এর নিরাপত্তার দায়িত্বে কর্মরত ছিলেন। পরিবার নিয়ে থাকতেন দুর্গাপুরের বিধাননগরে কাউন্টার ইন্সার্জেন্সি ফোর্স বা CIF ক্যাম্পাসের পুলিশ আবাসনে। পঞ্জাবে কমান্ডো প্রশিক্ষণ নিতে গিয়ে পায়ে গুরুতর আঘাত পান। সেই আঘাতের চিকিৎসা চলছিল। সেই নিয়ে কিছুটা মানসিক অবসাদে ভুগছিলেন নাজিমুদ্দিন শেখ।
এছাড়া বাজারে কিছু দেনাও হয়েছিল। শনিবার সন্ধেয় ডিউটি থেকে ফিরে ঘরের মধ্যেই সার্ভিস রিভলবার দিয়ে মাথায় গুলি করেন। ঘটনাস্থলে যান DCP পূর্ব, অভিষেক মোদি। ময়নাতদন্তের জন্য দেহ দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠান হয়েছে।