Home /News /south-bengal /
দুষ্কৃতীদের গুলিতে আসানসোলে খুন তৃণমূল কাউন্সিলর

দুষ্কৃতীদের গুলিতে আসানসোলে খুন তৃণমূল কাউন্সিলর

আসানসোলে খুন তৃণমূল কাউন্সিলর

আসানসোলে খুন তৃণমূল কাউন্সিলর

এবারই প্রথম নয়, ৪ বছর আগেও খালিদের উপর হামলায় হয়

 • Share this:

  #আসানসোল: আসানসোলে তৃণমূল কাউন্সিলর খুনে উত্তেজনা ছড়িয়েছে৷ কাউন্সিলরকে গুলি করে খুন দুষ্কৃতীদের৷ গতরাতে মারা যান কাউন্সিলর মহঃ খালিদ খান৷ কুলটি থানার বরাকরের মনবেড়িয়ায় হামলা হয়৷ বাইকে করে এসে খালিদকে গুলি করে ৩ দুষ্কৃতী৷ প্রথমে কাউন্সিলারের পায়ে গুলি করে দুষ্কৃতীরা৷ মাটিতে পড়ে গেলে ফের গুলি করা হয় মহঃ খালিদ খানকে৷  আসানসোল হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় তাকে৷

  আরও পড়ুনসরকারি চাকরির নামে ‘প্রতারণা’, ৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

  আসানসোল ৬৬ নং ওয়ার্ডের কাউন্সিল ছিলেন খালিদ খান৷ এবারই প্রথম নয়, ৪ বছর আগেও খালিদের উপর হামলায় হয়৷ ব্যক্তিগত শত্রুতার জেরেই খুন বলে অনুমান পুলিশের৷ ইতিমধ্যেই খুনের তদন্ত শুরু করছে কুলটি থানার পুলিশ৷

  First published:

  Tags: Asansol, TMC, আসানসোল

  পরবর্তী খবর