#মুর্শিদাবাদ: চোখ রাঙাচ্ছে আর্সেনিক। আর্সেনিকের কবলে যেন মৃত্যুপুরী মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের হরেকৃষ্ণপুর গ্রাম। গ্রামে কান পাতলেই শোনা যায় ঘরে ঘরে হাহাকার।
গ্রামবাসীদের অভিযোগ, আর্সেনিক জেনেও প্রতিনিয়ত বিষ জল খেতে বাধ্য হচ্ছেন। গ্রামের প্রতিটি টিউবওয়েলের জল আর্সেনিকযুক্ত। আগে না জেনেই মানুষ জল খেতেন। কিন্তু এখন জেনে, নিরুপায় হয়েই বিষ জল খাচ্ছেন।
গ্রামের প্রতিটি পরিবারের বেশিরভাগ সদস্য আর্সেনিক আক্রান্ত। মৃত্যু হয়েছে অনেকের। বাকিরা অসুস্থ। কারও হাত-পা কাটা পড়েছে। কেউ হারিয়েছেন দৃষ্টি। পেট ভরাতে এখন ভিক্ষাই ভরসা। স্থানীয়দের অভিযোগ, এ ব্যাপারে হেলদোল নেই প্রশাসনের। অভিযোগ করলে, নানা টালবাহানায় এড়িয়ে যান প্রশাসনিক কর্তারা। গ্রামে এখনও পর্যন্ত আর্সেনিক-মুক্ত জলের ব্যবস্থা করা হয়নি।