বারুইপুর: বারুইপুরে সাট্টার ঠেক থেকে গ্রেফতার ১০। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি অভিযান হয়। বারুইপুর থানা মল্লিকপুরের ইসলাম মুদি এলাকা থেকে সাট্টার ঠেক থেকে গ্রেফতার ১০ জন।
পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই মল্লিকপুর এলাকা থেকে পুলিশের কাছে খবর ছিল রমরমিয়ে চলছে সাট্টার ঠেক। মঙ্গলবার পুলিশ হানা দিয়ে ১০ জনকে গ্রেফতার করে।
আরও পড়ুন- সদ্য হারিয়েছেন বাবাকে! তবুও কর্মচঞ্চল তৃণমূল জেলা সভাপতি
পুলিশ দেখে বেশ কয়েকজন সেখান থেকে পালিয়ে যায়। ধৃতদের বুধবার বারুইপুর আদালতে তোলা হয়। ধৃতদের বিরুদ্ধে, 3/4 WBG & PC ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
ধৃত দশজনের বাড়ি বারুইপুর, জয়নগর, ও সোনারপুর থানা এলাকায়। অধিকাংশ সময় তারা রাত্রেই একত্রিত হয়ে এই সাট্টা ঠেক চালাতে বলে খবর।
স্থানীয় সুত্রে খবর, গত কয়েক মাস ধরে বাইরের থেকে লোকজন এসে এখানে সাট্টার ঠেক শুরু করেছিল। সময়-অসময়ে গাড়িতে, বাইকে করে লোকজন আসত।
তার পর হঠাৎ পুলিশ এসে কয়েকজনকে ধরে বাকি কয়েকজন পালিয়ে যায়। বারুইপুর থানা সুত্রে খবর, গত এক মাসে রুটিন করে পুলিশ অভিযান চালিয়েছে সাট্টার ঠেকে। গ্রেফতার হয়েছে অনেকেই। আগামীদিনেও সাট্টার বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ।
অর্পন মন্ডল
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime News