• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • রাজ্যকে অন্ধকারে রেখে এমন সেনা মহড়া কি সম্ভব ? উঠছে প্রশ্ন

রাজ্যকে অন্ধকারে রেখে এমন সেনা মহড়া কি সম্ভব ? উঠছে প্রশ্ন

Palsit Toll Plaza

Palsit Toll Plaza

প্রাক্তন সেনা আধিকারিকরাই জানাচ্ছেন, রাজ্যকে না জানিয়েই এই ধরণের মহড়ার এক্তিয়ারই নেই সেনার।

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #কলকাতা: রাজ্যকে অন্ধকারে রেখেই পালসিট টোল প্লাজায় সেনার টহলদারি। ছবি প্রকাশ্যে আসতেই শুরু বিতর্ক। জরুরি অবস্থার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাপের মুখে সেনার সাফাই, এটা রুটিন মহড়া। প্রাক্তন সেনা আধিকারিকরাই জানাচ্ছেন, রাজ্যকে না জানিয়েই এই ধরণের মহড়ার এক্তিয়ারই নেই সেনার।

  পালসিট টোল প্লাজায় নজরদারি সেনার। গাড়ি থামিয়ে ছবি তোলা। গাড়ির নম্বর টুকে রাখার ছবি ধরা পড়েছে বৃহস্পতিবার রাতে ৷ যার জেরে চরম বিতর্ক তৈরি হয়। শুধুই রুটিন মহড়া। নাকি অন্য কিছু ? রাজ্যকে অন্ধকারে রেখে মহড়া কেন ? স্বভাবতই উঠছে এইসব প্রশ্ন ৷

  সেনা আধিকারিকরাই জানাচ্ছেন, রাজ্যকে অন্ধকারে রেখে এমন সেনা মহড়া হতে পারে না।

  গাড়িতে পিএমএস বা পোস্ট মিলিটারি স্টেশন স্টিকার লাগানোর এক্তিয়ারও কি সেনার আছে ? প্রাক্তন সেনা আধিকারিকদের দাবি, সংঘর্ষ ও উত্তেজনা না থাকলে এমন স্টিকার লাগানোর নজির নেই। জাতীয় সড়কে মহড়ার জন্য কি অনুমতি নিয়েছিল সেনা? ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার দাবি, এমন মহড়ার জন্য এনএইচএআইয়ের অনুমতি প্রয়োজন নেই। তবে কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে। মানছেন তিনিও। ঘটনার গুরুত্ব বুঝেই কি তাহলে তৎপর সেনার গোয়েন্দা বিভাগ ? রুটিন মহড়ার সাফাই দিচ্ছে সেনা ? যেভাবে অভিযোগ ওঠার পরই ঘটনার খোঁজখবর শুরু হয়েছে তাতে এমন সম্ভাবনাই স্পষ্ট।

  First published: