#কাঁকিনাড়া: ব্যাগের কারখানার আড়ালেই তৈরি হচ্ছিল অস্ত্র। এসটিএফের অভিযানে ধৃত চক্রের পান্ডা সহ ছয়। সোমবার দুপুরের ঘটনায় চাঞ্চল্য কাঁকিনাড়ার কাটাডাঙা এলাকায়।
আরও পড়ুন: অসমে নাগরিকপঞ্জি বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রকের হস্তক্ষেপ চান মমতা বন্দ্যোপাধ্যায়
লাড্ডুর ব্যবসায় মন্দা যাচ্ছিল। তাই মাসিক পাঁচ হাজার টাকায় কারখানা ঘরটি ভাড়া দেন কাটাডাঙার বাসিন্দা কালীচরণ সাউ। ভাড়া নেন আবদুল শেখ। তিরিশ হাজার টাকা অগ্রিমও দেন তিনি। কালীচরণের দাবি, ব্যাগ তৈরির জন্যই কারখানা ঘর ভাড়া দিয়েছিলেন তিনি। সোমবার সেই কারখানাতেই অভিযান চালাল এসটিএফ। উদ্ধার হল অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম ও লোহালক্কড়। মিলল দুটি লেদ মেশিন ও দুটি ড্রিল মেশিন। বেআইনি কারবারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হলেন আবদুল সহ ছ'জন। ঘটনায় হতবাক এলাকাবাসী।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে আসা খবর কী সত্যি না ফেক ? জানিয়ে দেবে এই অ্যাপ
ধৃতরা সকলেই বিহারের মুঙ্গেরের বাসিন্দা। এই কারবারে আর কেউ জড়িত রয়েছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে।আরও পড়ুন: বাড়ির দরজায় এটা করলেই ফিরবে আর্থিক ভাগ্য
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arms Factory In Kakinara