হোম /খবর /দক্ষিণবঙ্গ /
তৃণমূলকে হারাতে বিজেপি-তে আসুন অধীর চৌধুরী, বহরমপুরে বড় প্রস্তাব দিলেন অর্জুন

Adhir Ranjan Chowdhury: তৃণমূলকে হারাতে বিজেপি-তে আসুন অধীর চৌধুরী, বহরমপুরে বড় প্রস্তাব দিলেন অর্জুন

অধীরকে বড় প্রস্তাব দিলেন অর্জুন৷

অধীরকে বড় প্রস্তাব দিলেন অর্জুন৷

বুধবার বহরমপুর কালেক্টরেট ক্লাবে মুর্শিদাবাদ দক্ষিণ জেলা বিজেপি-র সাংগঠনিক সভা করেন অর্জুন সিং (Adhir Ranjan Chowdhury)।

  • Share this:

#বহরমপুর: বিজেপি-তে যোগ দিন অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)৷  বুধবার বহরমপুর কালেক্টরেট ক্লাবে সাংগঠনিক বৈঠকে এসে বহরমপুরের সাংসদকে সরাসরি এই বার্তাই দিলেন বিজেপি সাংসদ এবং মুর্শিদাবাদের জেলা পর্যবেক্ষক অর্জুন সিং (Arjun Singh)৷

অর্জুনের তাৎপর্যপূর্ণ মন্তব্য, 'অধীরবাবু বাঘের বাচ্চা, পৌরসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে ভালো ফল করতে আমরা অধীরবাবুকে আহ্বান করব।  আর তার এই মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর তরজা।'

আসন্ন পৌরসভা নির্বাচনকে পাখির চোখ করে জোর কদমে ভোট কৌশলে নেমে পড়েছে প্রতিটি রাজনৈতিক দলই। পৌর নির্বাচনের আগে পর্যবেক্ষকের দায়িত্বভার পাওয়ার পরেই মুর্শিদাবাদ জেলায় নেতৃত্ব ও কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং।

আরও পড়ুন: ‘বিরক্ত’ এবং ‘লজ্জিত’... ট্যুইটারে বোমা ফাটালেন অনুপম হাজরা! ফের অস্বস্তিতে বিজেপি...

বুধবার বহরমপুর কালেক্টরেট ক্লাবে মুর্শিদাবাদ দক্ষিণ জেলা বিজেপি-র সাংগঠনিক সভা করেন তিনি। সভা শেষে অর্জুন সিং বলেন, 'বহরমপুর আর অধীর চৌধুরীর নেই, বহরমপুরে বিজেপি অনেকটাই জায়গা তৈরি করে নিয়েছে। তবে একটা সময় মুর্শিদাবাদ জেলায় অধীর চৌধুরী দাপুটে রাজনৈতিক ছিলেন। তাই পৌরসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে ভালো ফল করতে আমরা অধীরবাবুকে বিজেপিতে যোগদানে আহ্বান করব।'

আরও পড়ুন: দিনের শেষে এল প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন মমতা

এই বিষয়ে জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, 'এটা খুবই সামান্য বিষয়। অধীর চৌধুরীর প্রতি সম্মান ও রাজনৈতিক মতাদর্শে অর্জুন সিং-এর ব্যক্তিগত মতামত। বিরোধী নেতৃত্বের প্রতি সম্মান সকলের থাকে। তবে রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে।'

ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন, 'পর্যবেক্ষক হিসেবে ভোট পরিচালনায় পুরোপুরি ব্যর্থ হবেন অর্জুন সিং। বিধানসভা ভোটে বিজেপি দল অধীর চৌধুরীর মদত ছাড়া মুর্শিদাবাদের দুটো আসন পেত না। তবে মুর্শিদাবাদে পৌর নির্বাচনে অর্জুন সিং ও অধীর চৌধুরী যৌথভাবে লড়াইয়ে নামলেও তৃণমূলকে রোখার ক্ষমতা নেই। তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করবে।' তাঁর আরও দাবি, মুর্শিদাবাদে পুরভোটে অধীর চৌধুরী ও অর্জুন সিং একজোট হয়েও তৃণমূলকে হারাতে পারবেন না৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Adhir Ranjan Chowdhury, Arjun singh