#বোলপুর: দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার গান শোনার জন্য ছুটে এসেছিলেন শান্তিনিকেতনে, এবার তাঁর বাড়িতেই আচমকা অতিথি হয়ে এলেন বিখ্যাত ও জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং (Arijit Singh Meets Basudeb Das Baul)। ভারতবর্ষের স্বনামধন্য গায়ক অরিজিত সিং বোলপুরের বাসুদেব দাস বাউলের বাড়িতে হাজির হয়েছিলেন তাঁর গান শোনার জন্য (Arijit Singh Meets Basudeb Das Baul)। কোনও কিছু আগাম না জানিয়ে গতকাল রাতে বাসুদেব দাস বাউলের বাড়িতে হাজির হন গায়ক অরিজিৎ সিং (Arijit Singh Meets Basudeb Das Baul)। বেশ খানিকটা সময় তাঁরা একসঙ্গে কাটান, গান শোনেন ও শোনান। পরিবারের সঙ্গেও কথা বলেন অরিজিৎ। ছবি তোলেন ছোটদেব আবদারে।
পাশাপাশি, শান্তিনিকেতনের সোনাঝুরির হাট ঘুরে দেখেন অরিজিৎ সিং। একেবারেই বোহেমিয়ার লুকে সোনাঝুড়ির হাটে দেখা গিয়েছে অরিজিৎকে। মুখে মাস্ক থাকায় সাধারণ লোকেদের তাঁকে চিনতে কিছুটা বেগ পেতে হয়। বোলপুরে এক বেসরকারি লজে রাত্রিবাস করার পর সকাল হতেই আবার রওনা দেন অরিজিৎ সিং। আচমকা শান্তিনিকেতনে এভাবে অরিজিৎ সিংয়ের আসায়, স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে। নেহাতই সাক্ষাৎ নাকি রয়েছে কোনও কাজের পরিকল্পনা তা নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছে। বাসুদেব দাস বাউলের বাড়িতে এসে অমিত শাহ মধ্যাহ্নভোজ সেরেছিলেন, সেই ছবি ও ভিডিও এখনও মানুষের মনে জ্বলজ্বল করছে। ফলে অরিজিৎ সিংয়ের সফরে কোনও রাজনৈতিক রং রয়েছে কিনা তা নিয়েও কৌতূহল দেখা দিয়েছে।
বাসুদেব অবশ্য সক্রিয় কোনও রাজনৈতিক দলের সদস্য নন। গত ২০ ডিসেম্বর রাজ্য সফরে এসে শান্তিনিকেতনে রোড শো করেন অমিত শাহ। তার আগে বাসুদেবের বাড়িতে মধ্যাহ্নভোজ সেরেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে গান গেয়ে শুনিয়েছেন বাসুদেব ও তাঁর সঙ্গীরা। তার পর ১০ দিনও না পেরোতেই একই রুটে পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিপুল ভিড়ের মধ্যেও নজর কাড়েন সেই বাসুদেব। মমতার পদযাত্রায় ছিলেন মোট ১ হাজার বাউল শিল্পী। তাঁদের মধ্যেই দেখা যায়, গান গাইতে গাইতে হাঁটছেন বাসুদেব। তাঁর যদিও বক্তব্য ছিল, 'আমরা বাউল মানুষ। রাজনীতি বুঝি না৷ আমাদের যাঁরাই ডাকবেন, সেখানেই যাব। অমিত শাহ বাড়িতে এসেছিলেন। তাঁকে খাইয়েছি। তেমন মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছেন, এখানেও এসেছি।'
আরও পড়ুন: অমিত শাহকে খাওয়ালেন, গান শোনালেন! একদিন পরই অনুব্রতয় আস্থা বাসুদেব বাউলের
বাউল শিল্পীদের কাছ থেকে জানা গিয়েছে, গত বছর যখন থেকে দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ে সেই সময় থেকে তাদের বিভিন্ন অনুষ্ঠান বন্ধ রয়েছে। মাঝে স্বল্প সময়ের জন্য স্বল্প সংখ্যক দর্শক নিয়ে অনুষ্ঠান করার অনুমতি মিললেও ফের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় তা বন্ধ হয়ে যায়। অন্যদিকে, বোলপুরের শান্তিনিকেতনের বাউল শিল্পীদের আয়ের মূল উৎস নির্ভর করে পর্যটকদের উপর। কিন্তু তাও এই সংক্রমণ এবং কঠোর বিধিনিষেধের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ। বোলপুর শান্তিনিকেতনে এখন পর্যটক সংখ্যা হাতেগোনা। আর করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকে তা নেই-ই। এই তালিকায় রয়েছেন বাসুদেব দাস বাউলও।
ইন্দ্রজিৎ রুজ
আরও পড়ুন: আর্থিক অনটনে, নুন আনতে পান্তা ফুরায় অবস্থায় দিন কাটছে বীরভূমের বাউল শিল্পীদের
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arijit Singh, Bolpur, Shantiniketan