ধুঁকতে থাকা সুন্দরবনের প্রত্ন গবেষণা কেন্দ্রগুলি এবার ফিরে পাবে প্রাণ, কেন জানুন

Last Updated:

ন্যাশানাল এডুকেশন পলিসির জন্য এবার প্রাণ ফিরে পেতে চলেছে সুন্দরবনের প্রান্তিক এলাকার সংগ্রহশালাগুলি। এই সংগ্রহশালাগুলিতে স্থানীয় ইতিহাস প্রচুর পরিমাণে লুকিয়ে রয়েছে।

+
চলছে

চলছে পরিদর্শন 

নবাব মল্লিক, রায়দিঘি: ন্যাশানাল এডুকেশন পলিসির জন্য এবার প্রাণ ফিরে পেতে চলেছে সুন্দরবনের প্রান্তিক এলাকার সংগ্রহশালাগুলি। এই সংগ্রহশালাগুলিতে স্থানীয় ইতিহাস প্রচুর পরিমাণে লুকিয়ে রয়েছে। যা খুব একটা সকলের সামনে আসত না। তবে, এ বছর থেকে ন্যাশানাল এডুকেশন পলিসির জন্য কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র-ছাত্রীরা পাঠ্য বইয়ে যে সমস্ত বিষয়গুলি পড়ছে এবং স্থানীয় ইতিহাস জানতে তাদের সেই সমস্ত স্থান এবং সংগ্রহশালাগুলি ঘুরিয়ে দেখা হচ্ছে।
ইতিমধ্যে রায়দিঘি কলেজের পক্ষ থেকে ৫০ জন ছাত্র-ছাত্রী, কলেজের অধ্যক্ষ শশবিন্দু জানা, ইতিহাস বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আশুতোষ মিউজিয়ামের দীপক কুমার বড় পন্ডা সহ স্থানীয় ইতিহাস গুলিকে ছাত্র-ছাত্রীদের কাছে তুলে ধরতে সেগুলি ঘুরে দেখেন।
advertisement
advertisement
প্রথমে তাঁরা জটার মন্দিরে যান, এরপর সেখান থেকে খাড়ি ছত্রভোগ সংগ্রহশালা ও সুন্দরবন প্রত্ন গবেষণা কেন্দ্রগুলি ঘুরে দেখেন। ছাত্র-ছাত্রীদের হাতেকলমে ইতিহাসের পাঠ্যবইয়ের পড়া সম্পর্কে তাদের অবহিত করেন।
এ নিয়ে রায়দিঘি কলেজের অধ্যক্ষ শশবিন্দু জানা জানান, ন্যাশানাল এডুকেশন পলিসির জন্য তাঁরা ছাত্র-ছাত্রীদের হাতেকলমে ইতিহাস শিক্ষা দিতে এই কাজ করছেন। এরফলে ছাত্র-ছাত্রীরা খুবই উপকার পাবে। ছাত্র-ছাত্রীরা প্রথমে ঐটার দেউল ঘুরে দেখেছেন। এরপর তারা একাধিক প্রত্ন গবেষণা কেন্দ্র পরিদর্শন করেছে। ফলে হাতেকলমে তারা অনেক কিছুই শিখতে পারছে।
advertisement
তবে এই কাজের ফলে স্থানীয় প্রত্ন গবেষণাকেন্দ্রগুলি প্রাণ ফিরে পেতে চলেছে। এই কেন্দ্রগুলিতে ইতিহাসের বিপুল ভান্ডার লুকিয়ে থাকলেও তা নষ্ট হয়ে যেতে বসেছিল অবহেলায়। এবার এই কাজের জন্য আবারও সেগুলি কোলাহলমুখর হয়ে উঠবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ধুঁকতে থাকা সুন্দরবনের প্রত্ন গবেষণা কেন্দ্রগুলি এবার ফিরে পাবে প্রাণ, কেন জানুন
Next Article
advertisement
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
  • রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে.

  • এই সময়ে যানবাহনের বিকল্প রুট হিসেবে হাওড়া সেতু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে.

  • সেতুর সাসপেনশন কেবল, রোড সারফেস ও লাইটিং সিস্টেমের পরিদর্শন ও সংস্কার কাজ চলবে.

VIEW MORE
advertisement
advertisement