#আরামবাগ: চুঁচুড়া, পুরুলিয়ার পর এবার আরামবাগ। ফের স্কুলে মিড ডে মিল বিতর্ক। এবার মিড ডে মিলের নথি নিয়ে উধাও খোদ প্রধান শিক্ষক। টানা ৮ দিন খাবার পেল না আরামবাগের বেউড় প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা।
বিনা নোটিশেই ৬ মাস অনুপস্থিত স্কুলের প্রধান শিক্ষক। তাঁর সঙ্গেই উধাও স্কুলের মিড ডে মিলের নথি। ৮ দিন খাবার পেল না পড়ুয়ারা।
এই ছবি আরামবাগের বেউড় প্রাথমিক বিদ্যালয়ের। কয়েকদিন স্থানীয় দোকান থেকে ধার করে রান্নার আয়োজন হয়েছিল। পাওনা বাকি পড়ায় সেটাও বন্ধ হয়ে যায়।
শুক্রবারই স্কুলে যান স্কুল পরিদর্শক, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ও পঞ্চায়েত প্রধান। মিড ডে মিলের অস্থায়ী বন্দোবস্তও করা হয়।
কিন্তু প্রধান শিক্ষক এতদিন অনুপস্থিত কেন? অভিভাবকদের অভিযোগ, স্কুলের নতুন বিল্ডিং তৈরির টাকা হাতিয়েছেন তিনি।
স্কুল পরিদর্শকের ডাকেও সাড়া মেলেনি । অবশেষে প্রধান শিক্ষক অমিত মিত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। কিন্তু প্রধান শিক্ষক প্রায় ৬ মাস ধরে অনুপস্থিত। মিড ডে মিলও বন্ধ হয়েছে ৮ দিন আগে। এতদিনে কেন কোনও ব্যবস্থা নেওয়া হল না?
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arambagh, Kolkata, Mid Day Meal, School