• Home
  • »
  • News
  • »
  • south-bengal
  • »
  • দুয়ারে সরকারে পরিষেবা নিতে এসে গ্রাহকরা দেখছেন পথ নাটিকা, জেনে যাচ্ছেন প্রকল্পের বিষয়ে

দুয়ারে সরকারে পরিষেবা নিতে এসে গ্রাহকরা দেখছেন পথ নাটিকা, জেনে যাচ্ছেন প্রকল্পের বিষয়ে

পরিষেবা নিতে এসে মানুষকে এই ধরনের পথনাটিকা অনেকটাই আনন্দ দিচ্ছে বলে জানা গিয়েছে।

পরিষেবা নিতে এসে মানুষকে এই ধরনের পথনাটিকা অনেকটাই আনন্দ দিচ্ছে বলে জানা গিয়েছে।

পরিষেবা নিতে এসে মানুষকে এই ধরনের পথনাটিকা অনেকটাই আনন্দ দিচ্ছে বলে জানা গিয়েছে।

  • Share this:

#বীরভূম: কণ্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের প্রচারে পথ নাটিকা ছাত্রীদের। বীরভূমে এমনই চিত্র দেখা গেল সিউড়িতে। দুয়ারের সরকারের পরিষেবায় নিতে এসে লাইনে দাঁড়িয়ে ছিলেন গ্রাহকরা৷ একটু বেশি সময় লাগায় তাঁরা নাটক দেখতে ব্যস্ত হয়ে পড়েন।সিউড়ির ৪ নম্বর ওয়ার্ডের দুয়ারে সরকার শিবিরে পথ নাটিকা হয়েছে। একটি হল 'কন্যা রত্ন' এবং অপরটি হল 'ডেঞ্জারেস মেয়ে'। জানা গিয়েছে, 'কণ্যা রত্ন' নাটিকাতে অভিনয় করেছেন সিউড়ির আরটি গালর্স উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেনীর একজন এবং একাদশ শ্রেনীর পাঁচজন ছাত্রী। অপরদিকে 'ডেঞ্জারেস মেয়ে' নাটকটি করেছেন ওহিবা খাতুন নামে কড়িধ্যা যদুরায় মেমোরিয়াল এণ্ড পাবলিক ইনস্টিউশনের প্রক্তন ছাত্রী। তিনি এখন আইন নিয়ে পড়াশুনা করছেন। নাটক দুটি লিখেছেন এবং পরিচালনা করেছেন রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত অবসরপ্রাপ্ত শিক্ষক কল্যাণ ভট্টাচার্য।

Published by:Pooja Basu
First published: