দীপক শর্মা, আসানসোল: মুখ্যমন্ত্রী নিজে তাঁর জেলায় তিন দিনের সফরে গেলেন৷ অন্য সময় হলে তিনিই হতেন মুখ্যমন্ত্রীর ছায়াসঙ্গী৷ কিন্তু এখন তাঁর ঠিকানা আসানসোল জেল৷ তাই বীরভূমে গিয়ে দলনেত্রী জেলার কোর কমিটিতে তাঁর বিরোধী শিবিরের নেতাদের জায়গা করে দিলেও কিছু করার নেই অনুব্রত মণ্ডলের৷ এমন কি, মুখ্যমন্ত্রীর সফরকালে বীরভূমে দলের পক্ষ থেকে তাঁর ছবিও ব্যবহার করা হয়নি৷
গরু পাচার মামলায় এ দিন ফের একবার আদালতে পেশ করা হয় অনুব্রত মণ্ডলকে৷ মুখ্যমন্ত্রীর বীরভূম সফরের পর অনুব্রত এসব নিয়ে মুখ খুলবেন, এমনটাই আশা ছিল সংবাদমাধ্যমের৷ আসানসোল জেল থেকে বেরনো বা আদালতে পেশ করার সময় অবশ্য হতাশই করেছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি৷ এ দিন আদালতে বিচারকও অনুব্রতকে প্রশ্ন করেন, তিনি কিছু বলতে চান কি না? জবাবেও কিছু বলতে চাননি তৃণমূল নেতা৷
আরও পড়ুন: লক্ষ্য মেদিনীপুর ও ঘাটাল লোকসভা, আগামিকাল আনন্দপুরে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
অনুব্রতকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল, দল তাঁর পাশে আছে কি না? তাতেও কোনও জবাব দেননি বীরভূমের একদা দোর্দণ্ডপ্রতাপ নেতা।
এ দিন ফের একবার অনুব্রতকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক৷ আগামী ১৭ ফেব্রুয়ারি ফের মামলার পরবর্তী শুনানি৷ এ দিন অনুব্রতর আইনজীবীর পক্ষ থেকেও জামিনের আবেদন করা হয়নি৷
গরু পাচার মামলার শুনানি চলাকালীন এ দিন আদালতে ফের একবার চাঞ্চল্যকর অভিযোগ করেছে সিবিআই৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, আগেই বীরভূমের সমবায় ব্যাঙ্কে ১৭৭টি বেনামি অ্যাকাউন্টের খোঁজ মিলেছিল৷ ১৯ জানুয়ারির পর ফের নতুন করে ১১৫টি ভুয়ো অ্যাকাউন্টের খোঁজ মিলেছে লে এ দিন দাবি করেছেন সিবিআই-এর আইনজীবীরা৷ সিবিআই-এর দাবি, এই অ্যাকাউন্টগুলির মাধ্যমেই কোটি কোটি টাকার লেনদেন হয়েছে৷
আরও পড়ুন: হাইকোর্টে বিরাট স্বস্তি শুভেন্দু অধিকারীর! 'সেই' ট্যুইট নিয়ে স্থগিতাদেশ, তুমুল শোরগোল
শুধু তাই নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আরও চাঞ্চল্যকর অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ডের নথি ব্যহার করে এই অ্যাকাউন্টগুলি খোলা হয়৷ ব্যাঙ্ক ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করেই সিবিআই জানতে পেরেছে, মাত্র দু' দিনের মধ্যে এই ১১৫টি অ্যাকাউন্ট খোলা হয়৷ এর মধ্যে ১৬টি অ্যাকাউন্ট পরীক্ষা করে দেখা যায়, যাঁদের নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে, তাঁরা শুধু টিপ সই দিতে জানেন৷ কিন্তু ওই অ্যাকাউন্টগুলিতে টাকা লেনদেনের সময় লিখিত সইয়ের ব্যবহার করা হয়েছে৷ সিবিআই-এর সওয়াল শুনে অনুব্রতকে ফের ১৪ দিনের হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক৷
জামিনের আবেদন না করলেও অনুব্রতর আইনজীবী এ দিন আদালতে জানান, ভোলে ব্যোম রাইস মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে৷ তাই অনুব্রতর ওই চালকলের নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লেনদেনের অনুমতির জন্য আদালতের কাছে আবেদন জানান অনুব্রতর আইনজীবী৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anubrata Mondal, Birbhum, CBI, Mamata Banerjee