Home /News /south-bengal /
কয়লার খনিতে কর্মরত শ্রমিকের মৃত্যু ! বিক্ষোভে সামিল অন্যান্য শ্রমিকরা

কয়লার খনিতে কর্মরত শ্রমিকের মৃত্যু ! বিক্ষোভে সামিল অন্যান্য শ্রমিকরা

Representational Image

Representational Image

অণ্ডালে ইসিএলের জামবাদ কোলিয়ারিতে কর্মরত শ্রমিকের মৃত্যু ।

 • Last Updated :
 • Share this:

  #অণ্ডাল: অণ্ডালে ইসিএলের জামবাদ কোলিয়ারিতে কর্মরত শ্রমিকের মৃত্যু । মৃত শ্রমিকের নাম সুরেশ মণ্ডল (৫৮) ।

  চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে ম্যানেজারের দফতরের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ পরিবারের সদস্য ও অন্যান্য শ্রমিকের । রবিবার দুপুরে ইসিএলের জামবাদ কোলিয়ারিতে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়ে সুরেশ মণ্ডল নামে এই শ্রমিক ।

  সহকর্মীরা সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যায় ইসিএলের জামবাগ কোলিয়ারির আপৎকালীন স্বাস্থ্যকেন্দ্রে । অভিযোগ সেখানে কোন চিকিত্সকের দেখা মেলেনি । নিয়ম অনুযায়ী ২৪ ঘন্টাই চিকিত্সক থাকার কথা ।অভিযোগ কার্যত বিনা চিকিত্সায় মৃত্যু হয় সুরেশ মণ্ডলের । এরপরই ক্ষোভে ফেটে পড়ে অন্যান্য শ্রমিকরা । কোলিয়ারির কাজকর্ম বন্ধ করে বিক্ষোভ শুরু করে তারা । শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও ঘটনাস্থলে এসে পৌঁছায়নি কোন চিকিত্সক ও ইসিএলের আধিকারিক ।

  First published:

  Tags: Coal mine, Colliery death, অণ্ডাল