Home /News /south-bengal /
প্রাক্তন সেনাকর্মীর বাড়ি খালি করে দুঃসাহসিক চুরি! খোয়া গেল মেডেল, দুষ্প্রাপ্য কয়েন

প্রাক্তন সেনাকর্মীর বাড়ি খালি করে দুঃসাহসিক চুরি! খোয়া গেল মেডেল, দুষ্প্রাপ্য কয়েন

Representational Image

Representational Image

হাওড়ায় বালিটিকুরি খালধারপাড়ায় প্রাক্তন সেনাকর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরি। নগদ টাকা সহ সেনাবাহিনীর কিছু মেডেল, দুষ্প্রাপ্য কিছু কয়েন চুরি হয় বলে জানা গেছে।

 • Share this:

  #হাওড়া: হাওড়ায় বালিটিকুরি খালধারপাড়ায় প্রাক্তন সেনাকর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরি। ওই সেনাকর্মীর মৃত্যুর পর বাড়িতে একাই থাকেন তাঁর বিধবা স্ত্রী ভারতী দেবী। ছেলে প্রভুনাথ সিং অন্যত্র থাকেন।

  গত রবিবার ভারতী দেবী ডাক্তার দেখাতে মেয়ে রাখীর শিবপুরের বাড়িতে গিয়েছিলেন। সেই সুযোগকে কাজে লাগিয়েই খালধারপাড়ার ফাঁকা বাড়িতে গতরাতে চুরি হয়। নগদ টাকা সহ সেনাবাহিনীর কিছু মেডেল, দুষ্প্রাপ্য কিছু কয়েন চুরি হয় বলে জানা গেছে। ঘটনার তদন্তে নেমেছে দাশনগর থানার পুলিশ।

  একই রাতে খালধারপাড়ার একটি তারা মায়ের মন্দিরেও প্রণামী বাক্স ভেঙে চুরি হয়েছে।

  First published:

  Tags: Ex-army man, Howrah, Robbery

  পরবর্তী খবর