• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • অসম প্রেমে বাধা, আত্মঘাতী প্রেমিক-প্রেমিকা

অসম প্রেমে বাধা, আত্মঘাতী প্রেমিক-প্রেমিকা

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

অসম প্রেম,পরিবারের বাধা, মগরার তালান্ডু স্টেশনের মাঝে ট্রেনের তলায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুগল। মগরার সুকান্ত পল্লীর যুবক যুগল দাসের (২২) সঙ্গে বছর দুয়েক ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পাড়ারই রীতিকা রায় (২৬) এর । আর পাঁচটা যুবক-যুবতীর মত এই প্রেম ছিল না।

 • Share this:

  #মগরা অসম প্রেম, পরিবারের বাধা, মগরার তালান্ডু স্টেশনের মাঝে ট্রেনের তলায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুগল। মগরার সুকান্ত পল্লীর যুবক যুগল দাসের (২২) সঙ্গে বছর দুয়েক ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পাড়ারই রীতিকা রায় (২৬) এর । আর পাঁচটা যুবক-যুবতীর মত এই প্রেম ছিল না।

  রীতিকা বিবাহিত তার পাঁচ বছরের ছেলে রয়েছে। স্বামী গজঘণ্টা প্রাথমিক স্কুলের শিক্ষক নিখিল রায়। স্বামীর সঙ্গে সংসারে মন বসে না তার। পাড়ার যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন । এই ঘটনা প্রকাশ্যে আসতেই পরিবারে অশান্তি শুরু হয়েছে ।

  মৃত যুবক যুগল নিজে বাগাটী কলেজে তৃতীয় বর্ষে পড়ার পাশাপাশি সিঙ্গুর আই টি আই-তে পড়ছিলেন। তাঁর থেকে বয়সে বড় বিবাহিত কোনও মহিলার সঙ্গে সম্পর্ক মেনে নেয়নি পরিবার, তাই বাধা ছিল এই সম্পর্কে।অন্যদিকে রীতিকার স্বামী ইদানিং স্ত্রীর আচরণে সন্দিহান ছিলেন।

  স্ত্রীর অন্য সম্পর্ক জানার পর তাঁকে যুগলের থেকে দূরে থাকতে বলেছিলেন। যদিও সেই কথায় কান দেননি রীতিকা। গতকাল রাতে বাড়ি ফেরেননি রীতিকা। নিখোঁজ ছিলেন যুগলও। আজ ভোরে দু'জনের মৃতদেহ পড়ে থাকতে দেখা গিয়েছে রেল লাইনে । ব্যান্ডেল স্টেশনের জিআরপি দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে । একই পাড়ায় দু'জনের মৃত্যু মানতে কষ্ট হচ্ছে প্রতিবেশীদের। আরও পড়ুন : সন্ধের মধ্যে রাজ্যে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি
  First published: