#দিঘা: দিঘা এবং পারাদীপের দোরগোড়ায় এসে গেল ঘূর্ণিঝড় আমফান৷ বুধবার ভোর ৫.৩০ মিনিটে পারাদীপ থেকে মাত্র ১৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল এই সুপার সাইক্লোন৷ দিঘা থেকে দক্ষিণ- দক্ষিণ পশ্চিম দিকে ৩২০ কিলোমিটার দূরে ছিল আমফান৷
আবহাওয়া দফতরের জারি করা সর্বশেষ আপডেটে বলা হয়েছে, এ দিন বিকেল থেকে সন্ধের মধ্যে ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার বেগে আছড়ে পড়বে আমফান৷ স্থলভাগে আছড়ে পড়ার সময় আমফানের সর্বোচ্চ গতিবেগ উঠতে পারে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার৷
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে এগোবে এই সুপার সাইক্লোন৷ পশ্চিমবঙ্গের দিঘা এবং বাংলাদেশের হাতিয়ার মধ্যে আছড়ে পড়তে পারে সে৷ তবে পশ্চিমবঙ্গে তার আঘাত হানার সম্ভাবনা তুলনামূলকভাবে অনেক বেশি৷
আলিপুর আবহ দফতরের তরফেও সতর্ক করে জানানো হয়েছে, গত বছরের শেষ দিকে আছড়ে পড়া ঘূর্ণিঝড় বুলবুলের থেকেও অনেক বেশি শক্তিশালী হতে চলেছে আমফান৷ বুলবুলের প্রভাব অনেক বেশি জেলাতে পড়লেও শক্তির কারণে আমফান উপকূলবর্তী এলাকাগুলিতে বেশি ক্ষয়ক্ষতি চালাতে পারে৷ কলকাতার অনেক কাছ দিয়ে বয়ে যাবে এই ঘূর্ণিঝড়৷ ফলে বিপর্যয়ের আশঙ্কা রয়েছে কলকাতাতেও৷ সুন্দরবনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন আবহবিদরা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Super Cyclone Amphan