হোম /খবর /দক্ষিণবঙ্গ /
অমিতের কপ্টারেই কলকাতা ফিরছেন শুভেন্দু, বড় দায়িত্বের ইঙ্গিত

অমিতের কপ্টারেই কলকাতা ফিরছেন শুভেন্দু, বড় দায়িত্বের ইঙ্গিত

মেদিনীপুরের সভাস্থলে অমিত শাহের সঙ্গে শুভেন্দু অধিকারী৷ Photo-Abir Ghosal

মেদিনীপুরের সভাস্থলে অমিত শাহের সঙ্গে শুভেন্দু অধিকারী৷ Photo-Abir Ghosal

  • Last Updated :
  • Share this:

#মেদিনীপুর: বিজেপি-তে বড় দায়িত্বই পেতে চলেছেন শুভেন্দু অধিকারী৷ মেদিনীপুরে বিজেপি-তে শুভেন্দু অধিকারীর আনুষ্ঠানিক যোগদানের পরই তা বুঝিয়ে দিলেন অমিত শাহ৷ এ দিন মেদিনীপুরের সভা শেষে শুভেন্দু অধিকারীকে নিজের হেলিকপ্টারে তুলে নেন অমিত শাহ৷ সদ্য দলে যোগ দেওয়া নেতাকে নিয়েই কলকাতার উদ্দেশ্যে রওনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ এর থেকেই স্পষ্ট, শুভেন্দু অধিকারীকে কতটা গুরুত্ব দিচ্ছে দলের শীর্ষ নেতৃত্ব৷

এ দিন রাতেই কলকাতায় দলের রাজ্য নেতৃত্বকে নিয়ে সাংগঠনিক বৈঠক করার কথা অমিত শাহের৷ সেই বৈঠকেই শুভেন্দুকে গুরুত্বপূর্ণ কোনও দায়িত্ব দেওয়া হতে পারে৷ বৈঠক শেষে আজ রাতেই শুভেন্দু অধিকারী বোলপুর রওনা হয়ে যাবেন৷ রবিবার বোলপুরে যাওয়ার কথা অমিত শাহের৷ সেখানে রোড শো সহ একাধিক কর্মসূচি রয়েছে তাঁর৷

মেদিনীপুর কলেজ মাঠে এ দিন অমিত শাহের হাত থেকেই বিজেপি-র পতাকা নেন শুভেন্দু অধিকারী৷ যে বিধায়ক, নেতারা যোগদান করলেন, তাঁদের মধ্যে একমাত্র শুভেন্দুর হাতে পতাকা তুলে দেন অমিত শাহ নিজে৷ শুভেন্দু অবশ্য দাবি করেন, বিজেপি-তে একজন সাধারণ কর্মী হয়েও থাকতে রাজি তিনি৷ মাতব্বরি করতে আসেননি৷ দল বললে পতাকা টাঙানো, দেওয়াল লিখতেও তিনি তৈরি৷

শুভেন্দুকে প্রশংসায় ভরান অমিত শাহও৷ তিনি বলেন, শুভেন্দুর নেতৃত্বেই তৃণমূল থেকে বিজেপি-তে ভাল লোকরা আসবেন৷

Abir Ghosal
Published by:Debamoy Ghosh
First published:

Tags: Amit Shah, BJP, Suvendu Adhikari, TMC