ভেঙ্কটেশ্বর লাহিড়ী, সিউড়ি: সিএএ লাগু হওয়া নিয়ে সিউড়ির সভামঞ্চ থেকে আজ, শুক্রবার কি কোনও বার্তা দেবেন অমিত শাহ? এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। গত নির্বাচনের আগে সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের কথা বলেই রাজবংশী, মতুয়াদের মন জয় করেছিল গেরুয়া শিবির। তারপর সেই সিএএ আদৌ লাগু হবে কি না তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।
গতবার বঙ্গ সফরে এসে ফের সেই CAA নিয়ে আশ্বস্ত করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত লোকসভা নির্বাচনের আগে ২০১৯ সালে আলিপুরদুয়ারে এসে সিএএ-র(CAA) পক্ষে সওয়াল করেছিলেন অমিত শাহ। আর গত বিধানসভা নির্বাচনের আগেও বাংলায় এসে এনিয়ে আশ্বাস দিয়েছিলেন তিনি। শিলিগুড়ির মঞ্চ থেকে অমিত শাহ খোলাখুলি জানিয়ে দেন, বাংলায় সিএএ হবেই।
অমিত শাহ সেদিন বলেছিলেন, ‘‘তৃণমূল কংগ্রেস সিএএ নিয়ে ভুল বোঝাচ্ছে যে সিএএ লাগু হবে না। আমি আজ বলে যাচ্ছি করোনার ঢেউ কমলেই আমরা সিএএ লাগু করবই। মমতা দিদি আপনি এটাই চান যে অনুপ্রবেশকারীরা থাকুক। কান খুলে তৃণমূল শুনে নাও, সিএএ-র বাস্তবিকতা ছিল, বাস্তবিকতা আছে, বাস্তবিকতা থাকবে। কেউ এটা বদল করতে পারবে না।’’
একদিকে একাধিক দুর্নীতি ইস্যুতে যখন রাজ্য রাজনীতি সরগরম। গরু পাচার মামলায় বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে। ঠিক এই প্রেক্ষাপটে বঙ্গ সফরে এসে 'অনুব্রতহীন' সেই বীরভূম জেলার সিউড়ির মাটিতে শুক্রবার শাহী জনসম্পর্ক সমাবেশ একদিকে যেমন রাজনৈতিকভাবে যথেষ্টই তাৎপর্যপূর্ণ, পাশাপাশি সিএএ নিয়ে অমিত শাহ সিউড়ির বেণীমাধব হাই স্কুল ময়দান থেকে দুর্নীতি-সহ সিএএ নিয়েও আজ কোনও বার্তা দেন কি না অমিত শাহ, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।