হোম /খবর /দক্ষিণবঙ্গ /
'মাথাভাঙার ঘটনার জন্য দায়ী মমতার উস্কানি', মৃত্যুতেও 'মেরুকরণ' অভিযোগ শাহের

Amit Shah on Mathabhanga Firing: 'মাথাভাঙার ঘটনার জন্য দায়ী মমতার উস্কানি', মৃত্যুতেও 'মেরুকরণ' অভিযোগ শাহের

অমিত শাহকে কটাক্ষ মমতার

অমিত শাহকে কটাক্ষ মমতার

দুপুরে নদীয়ার শান্তিপুরে রোড শো করার পর অমিত শাহ গোটা ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সিআরপিএফ-কে ঘেরাও করার প্রসঙ্গকেই দায়ী করলেন।

  • Last Updated :
  • Share this:

#শান্তিপুর: মাথাভাঙার ঘটনার পরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, 'অমিত শাহের কথাতেই গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী।' আর এদিন শিলিগুড়ি থেকে সাংবাদিক বৈঠক করে মাথাভাঙার ওই ঘটনাকে গণহত্যা আখ্যা দিয়েছেন তিনি। এরপর দুপুরে নদীয়ার শান্তিপুরে রোড শো করার পর অমিত শাহ গোটা ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সিআরপিএফ-কে ঘেরাও করার প্রসঙ্গকেই দায়ী করলেন। সেইসঙ্গে শীতলকুচিতে পাঁচ জনের মৃত্যু হলেও কেন শুধুই চারজনের জন্য শ্রদ্ধার্ঘ্য, আর আনন্দ বর্মনের মৃত্যু নিয়ে কেন চুপ মমতা বন্দ্যোপাধ্যায়, সেই প্রশ্নও তোলেন তিনি।

অমিত শাহের কথায়, 'কালকের ঘটনা দুঃখজনক। কিন্তু বুথে অজ্ঞাতপরিচয়রা হামলা করেছিল। সিআরপিএফ-এর উপর হামলা করা হয়। তারপর আত্মরক্ষার্থে গুলি চালাতে হয়ছে সিআরপিএফ-কে। তাতে চারজনের মৃত্যু হয়। সেই মৃত্যু দুঃখজনক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য আরও দুঃখজনক। ওই এলাকাতেই গতকাল সকালে আনন্দ বর্মনকে খুন করা হয়েছে। তৃণমূলের দুষ্কৃতীরাই এটা করেছে। কিন্তু মমতা দিদি চারজনের জন্য শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছেন। আনন্দ বর্মনকে নয়। মমতা দিদি এখানেও মেরুকরণের রাজনীতি করছেন। কারণ আনন্দ বর্মন রাজবংশী সম্প্রদায়ের। ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পাবেন না, তাই কোনও শ্রদ্ধার্ঘ্য নেই।'

এরপর মমতাকে কাঠগড়ায় তুলে শাহ বলেন, 'আপনি শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করার কথা বলেছিলেন। আপনার সেই ভাষণ কি এই মৃ্ত্যুর জন্য দায়ী নয়? এই ঘটনা ছাড়া আর কোথাও অশান্তি হয়নি। আপনিই এই ঘটনার জন্য দায়ী। আপনি ক্ষমা চান।' একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, 'বাংলার নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে। বাংলায় নতুন যুগের সূচনা হচ্ছে। আর বিজেপি ক্ষমতায় এলে বাংলা থেকে অশান্তি চিরতরে দূর হয়ে যাবেন।

যদিও অমিত শাহের মমতাকে কাঠগড়ায় তোলার পরপরই তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, 'অমিত শাহ একজন ফ্যাসিস্ত। তাঁর কথাতেই গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্য়ায়কে চেনেন। তাই অমিত শাহকে জবাব তাঁরাই দেবে। মমতা ক্ষমা চাইবেন না। কিন্তু কালকের ঘটনার পর আমরা এখনও চাইছি, অমিত শাহ পদত্যাগ করুন।' একইসঙ্গে মৃত্যু নিয়ে অমিত শাহের 'মেরুকরণেরও' নিন্দা করেছেন তৃণমূল সাংসদ।

Published by:Suman Biswas
First published:

Tags: West Bengal Assembly Election 2021