#বাসন্তী: বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েত এলাকায় দুয়ারে সরকার কর্মসূচির শিবিরে টাকা নিয়ে ফর্ম ফিলাপের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে।
বিশেষ করে স্বাস্থ্য সাথী ও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফিলাপের জন্য টাকা নেওয়া হচ্ছে এলাকার মানুষের কাছ থেকে। পুলিশ ও প্রশাসনের নাকের ডগায় এই ঘটনা ঘটলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না বলেই অভিযোগ স্থানীয়দের। যদিও এ বিষয়ে স্থানীয় বিধায়ক শ্যামল মন্ডল ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এই ফর্ম ফিলাপের জন্য টাকা নেওয়াকে কঠোর ভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন তখন বাসন্তী তে কিভাবে ফর্ম ফিলাপের নামে টাকা নেওয়া হচ্ছে তা নিয়েই প্রশ্ন উঠেছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Duare Sarkar, Fraud