#বীরভূম: যত দিন যাচ্ছে সাইবারক্রাইম বেড়েই চলেছে ।পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজের অধ্যক্ষদের নামে ইমেল আইডি বানিয়ে ,সাহায্য চেয়ে আবেদন জানিয়ে, অনেকেই সাইবার ক্রাইম এর ঘটনা ঘটিয়ে চলেছে। এই ঘটনা এবার ধরা পড়ল বীরভূম জেলা দুবরাজপুর এর হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ ও সিউড়ির বীরভূম মহাবিদ্যালয় কলেজের অধ্যক্ষের নামে ।
ঘটনাটি জানতে পেরে দুই কলেজের অধ্যক্ষ বীরভূম সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন । হেতমপুর কৃষ্ণচন্দ্রপুর কলেজের অধ্যক্ষ গৌতম চট্টোপাধ্যায় ও বীরভূম মহাবিদ্যালয় অধ্যক্ষ পার্থসারথি মুখোপাধ্যায় জানান, 'আমাদের নামে ভুয়ো মেল আইডি বানিয়ে বিভিন্ন জনকে ইমেইল পাঠিয়ে সাহায্য করার আবেদন ,কোনও ক্ষেত্রে আর্থিক সাহায্যের আবেদন ,আবার কোনও ক্ষেত্রে শুধু সাহয্যের আবেদন জানিয়ে আমাদের নাম করে ইমেইল পাঠাচ্ছে একদল দুস্কৃতি। আমরা ঘটনাটি জানতে পেরে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছি ।" তারা আরও জানান শুধু বীরভূমে নয়, সারা পশ্চিমবঙ্গে জুড়ে বিভিন্ন কলেজের অধ্যক্ষের নামে এভাবে মেল আইডি বানিয়ে মেল পাঠানো হচ্ছে। এই ঘটনায় সকলেই বেশ চিন্তিত।
SUPRATIM DAS
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Birbhum