হোম /খবর /দক্ষিণবঙ্গ /
অস্বাস্থ্যকর, নিম্নমানের খাবার,তেহট্টের স্কুলে মিড-ডে মিল নিয়ে অসন্তোষ

অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, নিম্নমানের খাবার,তেহট্টের স্কুলে মিড-ডে মিল নিয়ে অসন্তোষ

অস্বাস্থ্যকর পরিবেশে ছাত্র-ছাত্রীদের দেওয়া হচ্ছে মিড ডে মিলের খাবার

অস্বাস্থ্যকর পরিবেশে ছাত্র-ছাত্রীদের দেওয়া হচ্ছে মিড ডে মিলের খাবার

মিড-ডে মিল ব্যবস্থা নিয়ে স্কুল কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ উগড়ে দিচ্ছেন অভিভাবকরা

  • Share this:

lতেহট্ট: সরকার থেকে প্রত্যেক বছরেই ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিল দেওয়ার জন্য বেশ কিছু টাকা বরাদ্দ করা হয়। কিন্তু ইতিমধ্যেই একাধিক জায়গায় অভিযোগ উঠেছে,ছাত্র-ছাত্রীদের নিম্নমানের মিড ডে মিল দেওয়ার। একই ছবি  নদিয়ার তেহট্ট ১ নম্বর ব্লকের নাজিরপুর আদর্শ বিদ্যাপীঠের। স্কুলের কিচেন রুমে পৌঁছতে চক্ষু চড়কগাছ! এক দিকের উনুনে ফুটছে ডাল, ঠিক তার পাশেই ডাঁই করা রয়েছে বেশ কয়েক দিনের জমানো পচা ভাত। রান্না করা খাবারের উপর দিয়ে অবাধে ঘোরাফেরা করছে টিকটিকি আরশোলার মত বিষাক্ত পোকামাকড়!

পড়ুয়াদের অভিযোগ, খাবার অযোগ্য খাদ্য পরিবেশন করা হয় তাদের। মিড-ডে মিল ব্যবস্থা নিয়ে স্কুল কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ উগড়ে দিচ্ছেন অভিভাবকরা। কেন্দ্র রাজ্যের যৌথ প্রকল্প মিড-ডে মিলে বরাদ্দ কেন্দ্রীয়  অর্থ সঠিকভাবে ব্যয় করা হচ্ছে কী না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই একাধিক জায়গায় পরিদর্শনে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধিদল। দু-একটি ব্যতিক্রমী ঘটনা ছাড়া সার্বিকভাবে রাজ্যের মিড-ডে মিল ব্যবস্থার দরাজ সার্টিফিকেট দিয়েছে কেন্দ্রীয় প্রতিনিধিরা। রাজ্যের মধ্যাহ্নকালীন আহারের ভাবমূর্তির একদম উল্টো চিত্র নদিয়ার নাজিরপুর বিদ্যাপীঠে। স্কুলেরই পড়ুয়া আকাশ মণ্ডলের দাবি " ডালের বদলে দেওয়া হয় শুধু হলুদ গোলা জল, সবজি থাকে না বললেই চলে ।''নিম্নমানের খাবারের কারণেই মিড ডে মিলের প্রতি আগ্রহ হারাচ্ছে পড়ুয়ারা, এমনটাই অভিযোগ অভিভাবকদের। বিদ্যালয়ের এক পড়ুয়ার অভিভাবক রঞ্জন সাহার দাবি " বাইরে থেকে যদি লোক আসে, সেদিন ঢাকঢোল পিটিয়ে ভাল-ভাল খাবার দেয়। তারপরে যে কে সেই।'' যদিও এই অভিযোগ প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি স্কুলের প্রধান শিক্ষক পশুপতি সরকার। তেহট্ট ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভাশিস মজুমদার জানান " নাজিরপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকটি অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত চলছে। দোষী প্রমাণিত হলে শাস্তি হবে।''Mainak Debnath
Published by:Rukmini Mazumder
First published:

Tags: Mid Day Meal