Home /News /south-bengal /
কেউ পরীক্ষা দেবে, কেউ দেবেনা, তা হবে না- এই স্লোগানকে সামনে রেখে পরীক্ষার্থীদের পাশে সিপিআইএমের গণসংগঠন

কেউ পরীক্ষা দেবে, কেউ দেবেনা, তা হবে না- এই স্লোগানকে সামনে রেখে পরীক্ষার্থীদের পাশে সিপিআইএমের গণসংগঠন

 • Share this:

  #কল্যাণী: ‘কেউ পরীক্ষা দেবে, কেউ দেবেনা, তা হবে না’- এই স্লোগানকে সামনে রেখে পরীক্ষার্থীদের পাশে থাকার জন্য নদীয়ার কল্যাণীতে পথে নামল সিপিআইএমের ছাত্র যুব শ্রমিক সহ অন্যান্য গণসংগঠন৷

  প্রতিযোগিতামূলক পরীক্ষা বা অন্য কোন পরীক্ষা হোক, পরীক্ষার্থী ও তার পরিবারের জন্য পথে নামল সিপিআইএমের গণসংগঠনের কর্মী-সমর্থক নেতৃত্ব। সিপিআইএমের ছাত্র যুব শ্রমিক সংগঠন সহ অন্যান্য গণসংগঠন একত্রে পরীক্ষার্থীদের পাশে থাকার জন্য উদ্যোগ নিল। নদীয়ার কল্যাণী শহরে যেকোন পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থী ও তার পরিবার যেনো কোনো সমস্যায় না পড়ে তার জন্য বিনা পয়সায় থাকার ব্যবস্থা, সামান্য খরচে খাওয়া ও বিনা খরচে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য পরিবহন ব্যবস্থার উদ্যোগ নিল। নদীয়ার কল্যাণী শহরে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। বছরের বিভিন্ন সময় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষা বা অন্য পরীক্ষা দেওয়ার জন্য এই শহরে আসতে হয় পরীক্ষার্থীদের। করোনা অতিমারির জন্য গণপরিবহন ব্যবস্থা সহ হোটেল ও খাওয়ার ব্যাপক সমস্যা। সেই কথা মাথায় রেখে এসএফআই, ডিওয়াইএফআই, সি আই টি ইউ সহ গণ সংগঠনগুলি ইতিমধ্যেই সোশ্যাল সাইটে পোস্টারিং ও প্রচার শুরু করেছে। তাদের দাবি যতদিন অতিমারি বা এই সমস্যা চলবে ততদিন তারা এই পরিষেবা চালিয়ে যাবে। Ranjit Sarkar

  Published by:Debalina Datta
  First published:

  Tags: Examination, Kalaynai

  পরবর্তী খবর