• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • ALL CREATIVE PERSON CRITICIZE THE STUDENTS WHO HAS MORPHED WORD OF TAGORE SONG DD

কবিগুরুর শান্তিকেতনেই রবীন্দ্র সঙ্গীতের বিকৃতি, ‘চাঁদ উঠেছিল গগনে’ গানে কুরুচিকর শব্দ- ভাইরাল ভিডিও নিয়ে সমালোচনা তুঙ্গে

Photo- File

খোদ কবির তৈরি করা শান্তিকেতনেই এ কী হাল সংস্কৃতির

 • Share this:

  #কলকাতা : শান্তিনিকেতনেই রবীন্দ্র সংগীতের ‘বিকৃতি’ ৷ খোদ কবিগুরুর সাধের শান্তিকেতনেই সংস্কৃতির এরকম হত্যায় ক্ষুব্ধ সাংস্কৃতিক জগতের মানুষজন ৷ শান্তিনিকেতনে চলছিল  নন্দন মেলা ৷ সেখানে রবীন্দ্র সংগীত ‘সেদিন দুজনে’ - গানের লাইনে অন্য শব্দ বসল ৷ ‘চাঁদ উঠেছিল গগনে’-র মধ্যে অন্য শব্দ বসল ৷

  অন্য শব্দ বসিয়ে গান গাইলেন পড়ুয়ারা ৷ সেই শব্দ নিয়ম বহির্ভূত অর্থাৎ গালি দেওয়া হয়েছে ৷ ফেসবুকে ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে ৷

  এর পরেই নিন্দার ঝড় সাংস্কৃতিক মঞ্চ থেকে ৷   ‘পড়ুয়ারা যা খুশি তাই করছে’, ‘তাদের সাহস বেড়ে গিয়েছে’ এমনটাই জানিয়েছেন সংগীত শিল্পী শ্রাবণী সেন৷

  আরও পড়ুন - নিয়ম ভাঙলেন দঙ্গল কন্যা, সাত নয় আট পাকের বাঁধনে ববিতা ফোগট, দেখে নিন বিয়ের ফটো অ্যালবাম

  এদিকে এর আগে রোদ্দুর রায় নামের এক শিল্পী গান গেয়েছিলেন তিনি এই সেদিন দু'জনে গানটিতে বিকৃত শব্দ প্রয়োগ করে গান বানিয়েছিলেন ৷ সেই গান সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয় ৷ এতটাই ছড়িয়ে পরে গানটি যে ইডেনে পিঙ্ক টেস্টের দরুণ গ্যালারিতেও সেই গান গাওয়া হয়েছিল ৷ রবীন্দ্র নাথ ঠাকুরের গানে কিভাবে এই কুকথা বসানো হয়েছে তা নিয়ে সে সময়েও সমালোচনা হয়েছিল ৷ সেই ভিডিও এখনও রয়েছে সোশ্যাল হ্যান্ডেলে ৷

  ক্রিকেটের নন্দনকানন দূষিত করার পরেই এবার সংস্কৃতির নন্দনকাননে শান্তিকেতনেও এই নক্কারজনক গান গাওয়া হল ৷ আরও দেখুন
  First published: