#বহরমপুর: করোনা সন্দেহে এক মৃতদেহ দাহ করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বহরমপুরে। বৃহস্পতিবার বহরমপুর এর খাগড়া শ্মশানে প্লাস্টিকের জড়ানো এক ব্যক্তির মৃতদেহ করতে নিয়ে আসলে স্থানীয় বাসিন্দারা বাধা দেন। পরে বহরমপুর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বহরমপুর এর নিয়ালিশ পাড়ার এক প্রৌঢ় তীব্র শ্বাসকষ্ট নিয়ে কোভিড হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার সকালে মারা যান। করোনা সন্দেহে মৃত্যু হওয়াই সমস্ত রকম সতর্কতা মেনে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বহরমপুর খাগড়া শ্মশানে মৃতদেহ দাহের জন্য নিয়ে এলে বিক্ষোভ দেখাতে থাকেন শ্মশানের আশেপাশে লোকজন। বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মৃতের ছেলে সৌগত ঘোষ বলেন, করোনার রিপোর্ট পাওয়ার আগেই বাবার মৃত্যু হয়। সেই কারণে হাসপাতাল থেকে সমস্ত সতর্কতায় হিসেবে মৃতদেহ তুলে দেয় আমাদের হাতে। শ্মশানের কিছু লোক মৃতদেহ সৎকার করতে বাধা দেয়। পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক হয়।
Pranab Kumar Banerjee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus