#আসানসোল: হাইকোর্টের নির্দেশে ইসিএলের জমিতে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা ছড়াল। ঘটনাটি ঘটেছে আসানসোল সালানপুর থানার পাহাড়গোড়া গ্রামে।
উচ্ছেদে বাধা দিতে গেলে কয়েকজন স্থানীয়কে আটক করে পুলিশ। এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জও করে।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী, ইসিএলের নিরাপত্তারক্ষী, ইসিএলের আধিকারিক সালানপুর ব্লক প্রশাসনের উপস্থিতিতে এই উচ্ছেদ হয়।
উচ্ছেদ করার সময় স্থানীয় কয়েকজন বাধা দিতে গেলে পুলিশ তাদের আটক করে। শেষ পর্যন্ত বাড়িগুলি খালি করে ভেঙে ফেলা হয়। ইসিএলের আধিকারিক জানিয়েছেন হাইকোর্টের নির্দেশ মতো উচ্ছেদ করা হয়েছে। ১২টি খতিগ্রস্থ পরিবারের ক্ষতিপূরণের টাকা আদালতে জমাও দিয়েছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।