#পানিহাটি: ঘোলা থানার অন্তর্গত পানিহাটি পৌরসভা ২৭ নম্বর ওয়ার্ডের মজুমদার পাড়া অঞ্চলের বাসিন্দা বছর ৬৫-র এক বৃদ্ধের করোনা আক্রান্ত হওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। গত ২২ শে এপ্রিল বৃদ্ধকে জ্বর-সহ অন্যান্য শারীরিক সমস্যার জন্য তাকে পানিহাটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে থেকে বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তর করা হয়।
এরপরই তার রক্ত পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে। এরপরই পৌরসভা এবং ঘোলা থানার উদ্যোগে অঞ্চলকে ঘিরে দেওয়া হয়েছে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরিবারের আরও দুই সদস্যকে পাঠানো হয় কোয়ারেন্টাইনে। অঞ্চলে বসানো হয়েছে পুলিশ পিকেট। পুলিশ তৎপরতার সাথে সাধারণ মানুষকে সচেতন করার কাজ চলছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona positive, Corona Virus, COVID-19, Panihati