• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • পাঁশকুড়ায় চিকিৎসায় গাফিলতিতে প্রসূতি মৃত্যু

পাঁশকুড়ায় চিকিৎসায় গাফিলতিতে প্রসূতি মৃত্যু

 • Share this:

  #পাঁশকুড়া:পাঁশকুড়ায় চিকিৎসায় গাফিলতিতে প্রসূতি মৃত্যুর ঘিরে উত্তেজনা। নার্সিংহোমে বিক্ষোভ আত্মীয়দের। মেছোগ্রামের মা সারদা নার্সিংহোমে  শনিবার রাতে ভর্তি হন প্রসূতি সুস্মিতা পাল।

  রাতেই সুস্মিতা এক শিশুপুত্রের জন্ম দেন। তারপরেই অবস্থার অবনতি হয়ে রাতেই মৃত্যু হয় প্রসূতির। এরপরেই আত্মীয়রা নার্সিংহোম চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। যদিও অভিযোগ নিয়ে মুখ খোলেনি নার্সিংহোম কর্তৃপক্ষ। নার্সিংহোম এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

  First published: