হোম /খবর /দক্ষিণবঙ্গ /
সদরেই নয় প্রার্থী ক্ষোভে কামান দাগা চলছে দক্ষিণ ২৪ পরগণায়, চিন্তা বাড়ছে বিজেপির

সদরেই নয় প্রার্থী ক্ষোভে কামান দাগা চলছে দক্ষিণ ২৪ পরগণায়, চিন্তা বাড়ছে বিজেপির

টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিষ্ণুপুরের বিজেপি কর্মীরা।

টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিষ্ণুপুরের বিজেপি কর্মীরা।

হেস্টিংসের নির্বাচনী কার্যালয় বা রাজ্যের অন্য কয়েকটি জায়গার মতো দক্ষিণ ২৪ পরগনাতেও বিজেপি কর্মীদের বিক্ষোভ কপালে ভাঁজ ফেলেছে নেতৄত্বের৷

  • Last Updated :
  • Share this:

#বিষ্ণুপুর: বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী পরিবর্তনের দাবিতে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হল। ভাঙচুর চালানো হল বিজেপির জেলা পার্টি অফিস৷ এর পাশাপাশি রাস্তা অবরোধ ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী ও সমর্থকরা৷ প্রার্থীতালিকা নিয়ে ক্ষোভের জেরে হেস্টিংসের নির্বাচনী কার্যালয় বা  রাজ্যের অন্য কয়েকটি জায়গার মতো দক্ষিণ ২৪ পরগনাতেও বিজেপি কর্মীদের বিক্ষোভ কপালে ভাঁজ ফেলেছে নেতৄত্বের৷ দফায় দফায় বৈঠক করছেন শীর্ষ নেতৃত্বরা।

ডায়মন্ডহারবার জেলা বিজেপির অন্তর্গত বিষ্ণুপুর ১৪৬ তপশিলি বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী করা হয়েছে অগ্নিশ্বর নস্করকে ৷  প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণী হওয়ার পরেই বিজেপি কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন ৷ সেই ক্ষোভ এদিন দানা বাঁধে ৷ বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা মঙ্গলবার দুপুরে ডায়মন্ডহারবার জেলা বিজেপা পার্টি অফিসের চেয়ার ভাঙচুর করে৷ শুধু তাই নয়, আমতলা বাখরাহাট রোডও অবরোধ করেন বিজেপির কর্মীরা৷

সিংহীর মোড়ে অবরোধ করে তারা রাস্তার মাঝে আগুন জ্বালায় ৷ এরফলে ব্যাহত হয় যান চলাচল ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ৷ এলাকার বিক্ষুব্ধ কর্মীদের কেন্দ্র ও রাজ্য বিজেপির নেতৄত্বের কাছে একমাত্র দাবি এই অগ্নিশ্বর নস্করের পরিবর্তে অন্য কাউকে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত করতে হবে  অথবা বিষ্ণুপুরের ভূমিপুত্র কাউকে প্রার্থী  করুক দল ৷ তাঁদের অভিযোগ, অগ্নিশ্বর নস্কর মাসখানেক আগে সিপিএম থেকে বিজেপিতে যোগ দিয়েছেন ৷ যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই বিজেপির  টিকিট পেয়ে গিয়েছেন তিনি। এই কারণেই  বিজেপির পুরাতন কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে ৷

এছাড়াও তাঁদের অভিযোগ, অগ্নিশ্বর নস্কর একজন জমি মাফিয়া মস্তান ৷ এমনকি তার নামে একাধিক মামলা বলে তাদের অভিযোগ ৷ বিজেপির এই দলীয় কোন্দলকে কটাক্ষ করেছেন দক্ষিণ চব্বিশ পরগনা তৄণমুল কংগ্রেসের সভাপতি শুভাশিস চক্রবর্তী ৷ তিনি বলেন, বিভিন্ন দলকে ভাঙিয়ে বিজেপি বিধানসভার টিকিট দেওয়াতেই দলের পুরানো কর্মীরা বঞ্চিত হচ্ছেন ৷ এরফলেই বিক্ষোভ বাড়ছে নানান জায়গায় ৷

-Arpan Mandal

Published by:Arka Deb
First published:

Tags: West Bengal Assembly Election 2021