#বিষ্ণুপুর: বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী পরিবর্তনের দাবিতে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হল। ভাঙচুর চালানো হল বিজেপির জেলা পার্টি অফিস৷ এর পাশাপাশি রাস্তা অবরোধ ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী ও সমর্থকরা৷ প্রার্থীতালিকা নিয়ে ক্ষোভের জেরে হেস্টিংসের নির্বাচনী কার্যালয় বা রাজ্যের অন্য কয়েকটি জায়গার মতো দক্ষিণ ২৪ পরগনাতেও বিজেপি কর্মীদের বিক্ষোভ কপালে ভাঁজ ফেলেছে নেতৄত্বের৷ দফায় দফায় বৈঠক করছেন শীর্ষ নেতৃত্বরা।
ডায়মন্ডহারবার জেলা বিজেপির অন্তর্গত বিষ্ণুপুর ১৪৬ তপশিলি বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী করা হয়েছে অগ্নিশ্বর নস্করকে ৷ প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণী হওয়ার পরেই বিজেপি কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন ৷ সেই ক্ষোভ এদিন দানা বাঁধে ৷ বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা মঙ্গলবার দুপুরে ডায়মন্ডহারবার জেলা বিজেপা পার্টি অফিসের চেয়ার ভাঙচুর করে৷ শুধু তাই নয়, আমতলা বাখরাহাট রোডও অবরোধ করেন বিজেপির কর্মীরা৷
সিংহীর মোড়ে অবরোধ করে তারা রাস্তার মাঝে আগুন জ্বালায় ৷ এরফলে ব্যাহত হয় যান চলাচল ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ৷ এলাকার বিক্ষুব্ধ কর্মীদের কেন্দ্র ও রাজ্য বিজেপির নেতৄত্বের কাছে একমাত্র দাবি এই অগ্নিশ্বর নস্করের পরিবর্তে অন্য কাউকে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত করতে হবে অথবা বিষ্ণুপুরের ভূমিপুত্র কাউকে প্রার্থী করুক দল ৷ তাঁদের অভিযোগ, অগ্নিশ্বর নস্কর মাসখানেক আগে সিপিএম থেকে বিজেপিতে যোগ দিয়েছেন ৷ যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই বিজেপির টিকিট পেয়ে গিয়েছেন তিনি। এই কারণেই বিজেপির পুরাতন কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে ৷
এছাড়াও তাঁদের অভিযোগ, অগ্নিশ্বর নস্কর একজন জমি মাফিয়া মস্তান ৷ এমনকি তার নামে একাধিক মামলা বলে তাদের অভিযোগ ৷ বিজেপির এই দলীয় কোন্দলকে কটাক্ষ করেছেন দক্ষিণ চব্বিশ পরগনা তৄণমুল কংগ্রেসের সভাপতি শুভাশিস চক্রবর্তী ৷ তিনি বলেন, বিভিন্ন দলকে ভাঙিয়ে বিজেপি বিধানসভার টিকিট দেওয়াতেই দলের পুরানো কর্মীরা বঞ্চিত হচ্ছেন ৷ এরফলেই বিক্ষোভ বাড়ছে নানান জায়গায় ৷
-Arpan Mandal
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।