# হাওড়া : রাজ্য়ে ফের ধর্ষণের অভিযোগ। এবার হাওড়ায়। পাঁচ মাসের অন্তঃস্বত্ত্বাকে ধর্ষণের অভিযোগ | গর্ভস্থ শিশুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চিকিৎসকদের | সাঁকরাইলের নাজিরগঞ্জ এলাকার ঘটনা | নির্যাতিতা হাওড়া হাসপাতালে ভর্তি |
নির্যাতিতার অভিযোগ, গত শুক্রবার রাতে স্থানীয় এক যুবক সন্তোষ মাহাতো নির্যাতিতার স্বামীকে মদের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। তারপর জোর করে ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করে | চেচাঁমেচি করে বাধা দিতে গেলে খুনের হুমকি দেয় |
এরপর অসহ্য যন্ত্রনায় তাঁর চিৎকারে আশপাশের লোকজন চলে আসে | রক্তাক্ত অবস্থায় নির্যাতিতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় | নির্যাতিতাকে উদ্ধারের সুযোগ নিয়ে চম্পট দেয় অভিযুক্ত সন্তোষ | নির্যাতিতার বয়ানের ভিত্তিতে নাজিরগঞ্জ ফাঁড়িতে সন্তোসের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় |
স্থানীয়দের অভিযোগ প্রায় প্রতিদিন সন্তোষ এলাকায় মহিলাদের উপর নির্যাতন করে। প্রতিবাদ করলে খুনের হুমকি দেওয়া হয়। তাই ভয়ে কেউ কিছু বলে না | এর আগেও পুলিশকে জানিয়েও কোনও সুরাহা হয়নি | এমনকি অন্তঃস্বত্তাকে ধর্ষণের অভিযোগ পেলেও চার দিন কেটে গেলেও পুলিশ এখনো সন্তোষকে গ্রেফতার করতে পারেনি | এমনকি সান্তোসের সঙ্গে তার পরিবারের লোকেরাও এলাকা গিয়েছে |
প্রতিবাদে এলাকার মানুষজনের অভিযুক্ত সন্তোসের বাড়িতে তালা ভেঙে নতুন তালা বন্ধ করে দেয় | হাওড়া হাসপাতালে নির্যাতিতার চিকিৎসা চলছে। চিকিৎসকের দাবি গর্ভস্থ শিশুর ক্ষতি হতে পারে, তাই মায়ের সঙ্গে শিশুকে বাঁচানোর চেষ্টা চলছে |
পুলিশের দাবি অভিযোগ পাওয়ার পর থেকেই তারা তদন্ত করছে | পুলিশের দাবি ধর্ষণ হয়েছে কিনা তা পরিষ্কার নয়। তবে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এদিকে স্থানীয়দের অভিযোগ, বেশ কয়েকজন পুলিশের জন্যই সন্তোসের এত বার বাড়ন্ত |
দেবাশিস চক্রবর্তী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।